জাগুয়েম্বিয়ে লুবিন

কেজিএইচএম জাগুয়েম্বিয়ে লুবিন (পোলীয় উচ্চারণ: [zaˈɡwɛmbjɛ ˈlubin], পোলীয়: Zagłębie Lubin; এছাড়াও জাগুয়েম্বিয়ে লুবিন নামে পরিচিত) হচ্ছে লুবিন ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[1][2] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯৪৫ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। জাগুয়েম্বিয়ে লুবিন তাদের সকল হোম ম্যাচ লুবিনের স্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,১০০।[3] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্তিন শেভেলা। চেক রক্ষণভাগের খেলোয়াড় লুবোমির গুলদান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

জাগুয়েম্বিয়ে লুবিন
পূর্ণ নামজাগুয়েম্বিয়ে লুবিন স্পুকা আকৎসিয়না
ডাকনামমিয়েজিওভি (তামা)
প্রতিষ্ঠিত১০ সেপ্টেম্বর ১৯৪৫ (1945-09-10)
(ওএমটিইউআর লুবিন হিসেবে)
মাঠস্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিন
ধারণক্ষমতা১৬,১০০
সভাপতিখালি
ম্যানেজারচেক প্রজাতন্ত্র মার্তিন শেভেলা
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, জাগুয়েম্বিয়ে লুবিন এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি একস্ত্রাকলাসা, ৩টি আই লিগা, এবং ১টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে।

অর্জন

  • একস্ত্রাকলাসা:
    • চ্যাম্পিয়ন: (২) ১৯৯০–৯১, ২০০৬–০৭
    • রানার-আপ: (১) ১৯৮৯–৯০
  • আই লিগা:
    • চ্যাম্পিয়ন: (৩) ১৯৮৪–৮৫, ১৯৮৮–৮৯, ২০১৪–১৫
    • রানার-আপ: (২) ২০০৩–২০০৪, ২০০৮–০৯
  • পোলীয় কাপ:
    • রানার-আপ: (৩) ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০১৩–১৪
  • পোলীয় সুপার কাপ:
    • চ্যাম্পিয়ন: (১) ২০০৭
    • রানার-আপ: (১) ১৯৯১

তথ্যসূত্র

  1. "জাগুয়েম্বিয়ে লুবিনের ইতিহাস"। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০
  2. "জাগুয়েম্বিয়ে লুবিন"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০
  3. "স্তাদিওন জাগুয়েম্বিয়ে লুবিন"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:জাগুয়েম্বিয়ে লুবিন টেমপ্লেট:একস্ত্রাকলাসা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.