জাগরণ
জাগরণ (जागरण), জাগ্রত বা জাগ হল একটি হিন্দু আচার অনুষ্ঠান যা প্রধানত উত্তর ভারতে প্রচলিত।[1][2] এটি মূলত পূজার সময় এবং কোন দেবতার সম্মানে রাতভর করা জাগরণ, গান এবং নৃত্যের সমন্বয়। প্রায়শই বিভিন্ন হিন্দু দেবদেবী (বিশেষত দুর্গা[3]) ও শিবের পাশাপাশি খন্ডোবা[4] এবং দেবনারায়ণের[5] মতো বিভিন্ন লোক দেবদেবীর সম্মানে জাগরণ করা হয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিশেষত মহারাষ্ট্র রাজ্যে কুলদেব খন্ডোবার উদ্দেশ্যে জাগরণ করা হয়। তাকে নির্দিষ্ট কয়েকটি যোদ্ধা, কৃষিজীবী বর্ণ, ধাঙড় সম্প্রদায় ও ব্রাহ্মণ (পুরোহিত) বর্ণ এবং সেই সঙ্গে উক্ত অঞ্চলের পার্বত্য ও বনাঞ্চলে বসবাসকারী বেশ কয়েকটি শিকারী-সঞ্চয়ী উপজাতির পৃষ্ঠপোষক দেবতাও মনে করা হয়। ভক্তরা রাতভর ভজন গেয়ে, আরতি পাঠ করে এবং দেবতার কিংবদন্তি শোনার মাধ্যমে দেবতার উপাসনা করেন।[6]
জাগ্রত | |
---|---|
অন্য নাম | জাগ্রত, জাগ |
পালনকারী | শাক্ত হিন্দু ধর্মাবলম্বী |
ধরন | শাক্ত হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান |
উদযাপন | রাতভর জাগরণ, গান, নৃত্য |
শুরু | রাতভর ভজন গাওয়া, আরতি পাঠ এবং দেবতার শ্রুতি শোনা |
তথ্যসূত্র
- "SOPA Images - Gallery - Jagran ritual in Punjab, India - Jagran ritual in Punjab, India"। www.sopaimages.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১।
- Limited, Alamy। "Stock Photo - A devotee seen performing rituals. Jagran is a Hindu ritual, consisting of all-night vigil, songs and dance in honor of a deity and puja. Jagran is performed in honor of"। Alamy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১।
- Sansthan, Divya Jyoti Jagrati। "Jagran, A Journey from Ignorance to Enlightenment for Masses of Hoshiarpur, Punjab"। DJJS.ORG (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১।
- Richard Keith Barz; Monika Thiel-Horstmann (১৯৮৯)। Living Texts from India। Otto Harrassowitz Verlag। পৃষ্ঠা 46–। আইএসবিএন 978-3-447-02967-4।
- Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (২০০৩)। South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka। Taylor & Francis। পৃষ্ঠা 146–। আইএসবিএন 978-0-415-93919-5।
- Scott, Jamie S. (২০১২-০৩-১৫)। The Religions of Canadians (ইংরেজি ভাষায়)। University of Toronto Press। আইএসবিএন 978-1-4426-0518-3।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.