জলের গান
জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।
জলের গান | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | ফোক-ফিউশন |
কার্যকাল | ২০০৬-বর্তমান |
সদস্যবৃন্দ | রাহুল আনন্দ মল্লিক ঐশ্বর্য এবিএস জেম রানা সরোয়ার মাসুম রানা গোপী দেবনাথ দ্বীপ রায় |
প্রাক্তন সদস্যবৃন্দ | আল ফাহমি কাজী বাশার কার্তিক পারিজাত মৌমন সঞ্জয় কুমার সাহা মোঃ শরীফুল ইসলাম ফজলুল কাদের চৌধুরী মিঠু |
ধরন
জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে। [1]
পরিচিতি
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।
এ্যালবাম
- অতল জলের গান (১২ এপ্রিল, ২০১৩)
- পাতালপুরের গান (১ জুন, ২০১৪)
- নয়ন জলের গান (২৭ অক্টোবর, ২০১৯)
বর্তমান সদস্য
- রাহুল আনন্দ - গীতিকার, কম্পোজার, গায়ক, বাঁশী, সানাই ও মন্দোলা
- গোপী দেবনাথ - বেহালা
- মল্লিক ঐশ্বর্য - গায়ক, হার্মোনিয়াম
- রানা সরোয়ার - কাজন, পার্কেশন, গিটার, পিয়ানো
- এবিএস জেম - গায়ক, গিটার
- মাসুম রানা - ঢোল, ড্রাম, পার্কেশন
- দ্বীপ রায় - ডাবল বেজ তোতাব্যান [2]
সাবেক সদস্য
- শ্যামল কর্মকার
- সাইফুল জার্নাল
- আসির আরমান
- শিউলি ভট্টাচার্য
- কনক আদিত্য
- আল ফাহমি কাজী বাশার কার্তিক
- পারিজাত মৌমন
- সঞ্জয় কুমার সাহা
- মোঃ শরীফুল ইসলাম
- ফজলুল কাদের চৌধুরী মিঠু
- সুমন কর্মকার
উল্লেখযোগ্য পারফর্মেন্স
২০০৬ সালে এই ব্যান্ড বিশ্ব সুফি উৎসব, গ্লাসগো, স্কটল্যান্ডে অংশ নেয়। সেসময় জলের গান স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় গান করেন।[3] সেখানে তারা পৌরাণিক আধ্যাত্মিক গান করে। এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে তারা পারফর্ম করেছিলেন। [4]
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬।
- "Musicians"। jolergaan (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬।
- "About Joler Gaan"। jolergaan (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬।
- "Joler Gaan: A Musical Tale" [জলের গান: একটি সঙ্গীতধর্মী কাহিনী]। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬।