জলহস্তী
জলহস্তী (ইংরেজি Hippopotamus হিপোপটেমাস) আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পানিতে নেমে জলজ উদ্ভিদ খায়।
Hipopotamus amphibius | |
---|---|
A hippopotamus in Chobe National Park, Botswana | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
শ্রেণী: | Mammalia |
অধঃশ্রেণী: | Eutheria |
বর্গ: | Artiodactyla |
পরিবার: | Hippopotamidae |
গণ: | Hippopotamus |
প্রজাতি: | H. amphibius |
দ্বিপদী নাম | |
Hippopotamus amphibius Linnaeus, 1758 | |
Range map of the hippopotamus. Historic range is in red while current range is in green.[1] |
প্রাণীজগতে জলহস্তি এক বিশেষ প্রানীর নাম। এরা আকারে অন্যান্য প্রানীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা । এরা সাধারনত বেশিরভাগ সময় পানিতেই থাকে। কিন্ত তারপরেও জলহস্তি অনিয়ন্ত্রিত শিকার এবং চোরাশিকারের কবলে পড়ে। মে ২০০৬ সালে, জলহস্তীকে আইইউসিএন লাল তালিকায় একটি সংকটাপন্ন প্রজাতি হিসেবে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) চিহ্নিত করে ছিল। তখন জলহস্তীর মোট সংখ্যা ছিল ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ এর মধ্যে, আইইউসিএন ১৯৯৬ সালের পর থেকে এই বিষয়ে অধ্যয়ন করে চিহ্নিত করেছিল যে এদের আনুমানিক সংখ্যা ৭% থেকে ২০% পর্যন্ত কমেছে। তখন জাম্বিয়ায় (৪০,০০০) এবং তাঞ্জানিয়ায় (২০,০০০-৩০,০০০) সদস্যের বৃহত্তম জনগোষ্ঠী এই দুই দেশে ছিলো।[1]
বিশিষ্ট উল্লেখকরণ
এই প্রাণীর নামে ভারতীয় নৌবাহিনীর পূর্ব নৌসেনা কম্যান্ড-এর যুদ্ধ জাহাজ INS জলশ্ব-র নামকরণ করা হয়।
চিত্রশালা
তথ্যসূত্র
- {{{assessors}}} (2008). Hippopotamus amphibius. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 2009-04-05. Database entry includes a range map and justification for why this species is vulnerable.