জর্দান নদী

জর্দান নদী[1] (বিকল্প বানান: জর্ডান নদী; আরবি: نَهْر الْأُرْدُنّ, প্রতিবর্ণী. নাহার আল-উর্দুন; হিব্রু ভাষায়: נְהַר הַיַּרְדֵּן, নাহার হা-ইয়ার্দেন; সিরীয়: ܢܗܪܐ ܕܝܘܪܕܢܢ), যা শরিয়ত নদী (আরবি: نهر الشريعة, প্রতিবর্ণী. নাহার আল-শারি’আহ্) নামেও পরিচিত, হলো মধ্যপ্রাচ্যের ২৫১-কিলোমিটার দীর্ঘ (১৫৬ মা) একটি নদী যা মোটামুটিভাবে গালীল সাগরের উত্তর থেকে দক্ষিণদিকে বয়ে চলে মৃত সাগরে গিয়ে পতিত হয়। নদীটির পূর্ব সীমান্তে রয়েছে জর্ডানগোলান মালভূমি এবং পশ্চিম সীমান্তে রয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরইসরায়েল। জর্ডান ও পশ্চিম তীর উভয়ই নদীটির কাছ থেকে তাদের নাম গ্রহণ করে।

জর্দান নদী
আরবি: نهر الشريعة, প্রতিবর্ণী. Nahr al-Shari‘ah
জর্দান নদী
জর্দান নদী জর্ডান, ফিলিস্তিনি পশ্চিম তীর, ইসরায়েলসিরিয়ার সীমান্ত বরাবর বয়ে চলে।
স্থানীয় নামআরবি: نهر الأردن, প্রতিবর্ণী. Nahr al-Urdun
হিব্রু ভাষায়: נהר הירדן‎, Nahar ha-Yarden
অন্য নামআরবি: نهر الشريعة, প্রতিবর্ণী. Nahr al-Shari‘ah
দেশজর্ডান, ইসরায়েল, সিরিয়া, ফিলিস্তিন
অঞ্চলমধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূল
জেলাগালীল
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসহের্মোনস্থ লেবাননবৈরী পর্বতশ্রেণী, গোলান মালভূমি
২,৮১৪ মি (৯,২৩২ ফু)
মোহনামৃত সাগর
−৪১৬ মি (−১,৩৬৫ ফু)
উপনদী
  • বামে:
    Banias River, Dan River, Yarmouk River, Zarqa River
  • ডানে:
    Hasbani or Snir River, Iyyon Stream
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য২৫১ কিমি (১৫৬ মা)
নিষ্কাশন


ইহুদিধর্মখ্রিস্টধর্মে নদীটির বিশেষ তাৎপর্য রয়েছে কেননা বাইবেলে বলা হয়েছে যে ইস্রায়েলীয়রা এই নদী পার হয়েই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছিল এবং বাপ্তিস্মদাতা যোহন এই নদীতেই নাসরতীয় যীশুকে বাপ্তিস্ম করেছিলেন।[2]

ধর্মীয় তাৎপর্য

তথ্যসূত্র

  1. এই বাইবেলীয় নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় বাইবেলীয় শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. "An Interfaith Look at the Jordan River"। ১৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.