জর্জ হারবার্ট ওয়াকার বুশ
জর্জ হারবার্ট ওয়াকার বুশ (ইংরেজি: George Herbert Walker Bush), সংক্ষেপে জর্জ এইচ. ডব্লিউ. বুশ (George H. W. Bush, ১২ জুন, ১৯২৪ - ৩০ নভেম্বর ২০১৮) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি।
জর্জ হারবার্ট ওয়াকার বুশ | |
---|---|
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১০ জানুয়ারি, ১৯৯০ – ১০ জানুয়ারি, ১৯৯৩ | |
উপরাষ্ট্রপতি | ড্যান কুয়েল |
পূর্বসূরী | রনাল্ড রেগান |
উত্তরসূরী | বিল ক্লিন্টন |
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম উপরাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২০ জানুয়ারি, ১৯৮১ – ২০ জানুয়ারি, ১৯৮৯ | |
রাষ্ট্রপতি | রনাল্ড রেগান |
পূর্বসূরী | ওয়াল্টার মনডেল |
উত্তরসূরী | ড্যান কুয়েল |
সিআইএ-র ১১তম পরিচালক | |
কাজের মেয়াদ ১০ জানুয়ারি, ১৯৭৬ – ১০ জানুয়ারি, ১৯৭৭ | |
রাষ্ট্রপতি | জেরাল্ড ফোর্ড |
পূর্বসূরী | উইলিয়াম কলবি |
উত্তরসূরী | অ্যাডমিরাল স্ট্যান্সফিল্ড টার্নার |
গণচীনে মার্কিন যুক্তরাষ্ট্রের লিয়াজোঁ অফিসের প্রধান | |
কাজের মেয়াদ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৪ – ৭ ডিসেম্বর, ১৯৭৫ | |
রাষ্ট্রপতি | জেরাল্ড ফোর্ড |
পূর্বসূরী | ডেভিড ব্রুস |
উত্তরসূরী | টমাস গেট্স জুনিয়র |
রিপাবলিকান পার্টি জাতীয় কমিটির ৪৮তম চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৪ | |
পূর্বসূরী | বব ডোল |
উত্তরসূরী | মেরি লুইস স্মিথ |
১০ম জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ১৯৭১ – ১৯৭৩ | |
রাষ্ট্রপতি | রিচার্ড নিক্সন |
পূর্বসূরী | চার্লস ইয়োস্ট |
উত্তরসূরী | জন স্ক্যালি |
টেক্সাসের ৭ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হতে সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি, ১৯৬৭ – ৩ জানুয়ারি, ১৯৭১ | |
পূর্বসূরী | জন ডাউডি |
উত্তরসূরী | উইলিয়াম রেনোল্ডস আর্চার জুনিয়র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ১২ জুন, ১৯২৪ মিল্টন, ম্যাসাচুসেট্স |
মৃত্যু | ৩০ নভেম্বর ২০১৮ ৯৪) হিউস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
রাজনৈতিক দল | রিপাবলিকান পার্টি |
দাম্পত্য সঙ্গী | বার্বারা পিয়ার্স বুশ |
সন্তান | জর্জ ওয়াকার বুশ পলিন রবিনসন বুশ জন এলিস বুশ নীল ম্যালোন বুশ মার্ভিন পিয়ার্স বুশ ডরোথি বুশ কচ |
প্রাক্তন শিক্ষার্থী | ইয়েল বিশ্ববিদ্যালয়(বি.এ.) |
পেশা | ব্যাবসায়ী(তেল) |
পুরস্কার | ডিস্টিংগুইশ্ড ফ্লাইং ক্রস Air Medal (3) প্রেসিডেনশিয়াল ইউনিট সাইটেশান |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | জর্জ বুশ প্রেসিডেনশিয়াল লাইব্রেরি এ্যান্ড মিউজিয়াম |
সামরিক পরিষেবা | |
শাখা | ইউ.এস. নেভি |
কাজের মেয়াদ | ১৯৪২-১৯৪৫ |
পদ | লেফটেন্যান্ট |
ইউনিট | ফাস্ট ক্যারিয়ার টাস্ক ফোর্স |
তিনি বৈদেশিক নীতির ক্ষেত্রে দক্ষ একজন কূটনীতিবিদ ছিলেন। স্নায়ু যুদ্ধের শেষ দিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেন্ট স্কুক্রফ্ট ও পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছিলেন তিনি। যেখানে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়।[1]
জর্জ এইচ. ডব্লিউ. বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে জন্য নির্বাচনে তিনি ডেমক্রেটিক প্রার্থী বিল ক্লিনটনের কাছে হেরে যান। পরে তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০১ সাল থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে তিনিই একমাত্র যিনি নিজের দুই ছেলেকেও প্রেসিডেন্ট হতে দেখেছেন।[2]
জন্ম ও পরিচয়
জর্জ হারবার্ট ওয়াকার বুশ ১৯২৪ সালের ১২ জুন ম্যাসাচুসেটসের মিল্টনে বিত্তশালী পরিবারে জন্ম গ্রহণ করেন। স্কুলে লেখাপড়ার শুরুর পর কলেজ শেষ করার পূর্বেই ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দিয়েছিলে তিনি।[3]
তথ্যসূত্র
- Trott, Bill। "Former President George H.W. Bush dead at 94"। U.S. (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১।
- "George Bush Senior dies at the age of 94"। BBC News (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১।
- "জর্জ বুশ সিনিয়র আর নেই"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১।