জর্জ স্টিগ্‌লার

জর্জ জোসেফ স্টিগ্‌লার (ইংরেজি: George Joseph Stigler) (১৭ই জানুয়ারি, ১৯১১ - ১লা ডিসেম্বর, ১৯৯১) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৮২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। [1]

জর্জ জোসেফ স্টিগ্‌লার
জন্ম(১৯১১-০১-১৭)১৭ জানুয়ারি ১৯১১
মৃত্যুডিসেম্বর ১, ১৯৯১(1991-12-01) (বয়স ৮০)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ব্রাউন বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রEconomics
বিদ্যালয়শিকাগো স্কুল অফ ইকোনমিক্স
শিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয় (পিএইচডি), ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (বিএ), নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় (এমবিএ)
যাদের বিরোধীতা করেছেনজন মেনার্ড কেইনস
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনFrank Knight, Jacob Viner, Henry Simons, মিল্টন ফ্রিড্‌ম্যান
যাদের প্রভাবিত করেছেনJacques Drèze
Thomas Sowell
Kenneth Lyon
অবদানসমূহCapture theory
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৮২)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৭)

জীবনী

স্টিগ্‌লার জার্মান বংশোদ্ভূত ছিলেন এবং শৈশবে জার্মান ভাষায় কথা বলতেন।[2] তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩২ সালে। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র

  1. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1982"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১
  2. Sowell, Thomas (১৯৯৬)। Migrations and cultures : a world view। New York। আইএসবিএন 0-465-04588-X। ওসিএলসি 33275984

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.