জর্জ অ্যাকারলফ

জর্জ আর্থার অ্যাকারলফ (ইংরেজি: George Arthur Akerlof) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর অর্থনীতি বিভাগের অধ্যাপক।[1] তিনি ২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

জর্জ অ্যাকারলফ
জন্ম
জর্জ আর্থার অ্যাকারলফ

(1940-06-17) জুন ১৭, ১৯৪০
নিউ হ্যাভেন, কানেকটিকাট
জাতীয়তামার্কিন
দাম্পত্য সঙ্গীJanet Yellen
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
বিদ্যালয়New Keynesian economics
শিক্ষায়তনLawrenceville School
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (পিএইচডি)
ইয়েল বিশ্ববিদ্যালয় (বিএ)
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনরবার্ট সলো
যাদের প্রভাবিত করেছেনরবার্ট জে. শিলার
অবদানসমূহInformation asymmetry
Efficiency wages
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০১)
Information at IDEAS / RePEc

জীবনী

অ্যাকারলফ ১৯৪০ সালের ১৭ জুন কানেকটিকাটের নিউ হ্যাভেনে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে বিএ ডিগ্রি এবং ১৯৬৬ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ শিক্ষকতা করেন।

তথ্যসূত্র

  1. "George Akerlof (aka Mr. Janet Yellen) Heads to Georgetown - Real Time Economics - WSJ"। blogs.wsj.com। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.