জয় সোনী
জয় সোনী একজন ভারতীয় নায়ক এবং উপস্থাপক। তিনি তার পেশাদারী জীবন শুরু করেন ২০০৩ সালে দিল মাঙ্গে মোর ছবি দিয়ে।[1] পরে তিনি স্টার প্লাস-এর টিভি অনুষ্ঠান বা বাহু অউর বেবি করেন।[2] তাকে কতিপয় টেলিভিশন ধারাবাহিক নাটকে – ধার্তি কা ভীর ইয়োদ্ধা পৃথবীরাজ চৌহান,শাসুরাল গেঁদা ফুল এবং সংস্কার ধারোহর আপনো কি -তে দেখা যায়।[3][4] ২০১১ সালে জয় সনি একটি ইন্ডিয়ান গানের শো সা রে গা মা পা লি’ল চাম্পস্ ২০১১ উপস্থাপনা করেন।[5] তিনি তার স্ত্রী পূজা শাহ্ সনি যোগে স্টার প্লাসের একটি রিয়ালিটি শো নাচ বালিয়ে ৭ নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিন্তু ৫ম রাউন্ডেই অপসারিত হন।
চলচ্চিত্র
- ছবিসমূহ
- টেলিভিশন
- ২০০৫ – ২০০৮ বা বাহু অউর বেবি – ‘জিগর’ হিসেবে।
- ২০০৭ সাল - ধার্তি কা ভীর ইয়োদ্ধা পৃথবীরাজ চৌহান – ‘সমর’ হিসেবে।
- ২০০৯ সাল – রিমোট কন্ট্রোল।[2]
- ২০১০ সাল – ২০১২ সাল শাসুরাল গেঁদা ফুল – ‘ঈশান কাশ্যপ’ হিসেবে।
- ২০১১ সাল – সা রে গা মা পা লি’ল চাম্পস ২০১১ – উপস্থাপক হিসেবে।
- ২০১৩ – ২০১৪ সাল – সংস্কার ধারোহার আপনো কি -‘জয়কিশান’ হিসেবে।
- ২০১৫ সাল – নাচ্ বালিয়ে ৭ [6] –প্রতিযোগী হিসেবে।
- ২০১৫ সাল – কমেডি সুপারস্টার – উপস্থাপক হিসেবে।
- ২০১৬—১৭ সাল –কুচ্ রাংগ পেয়ার কে এসে ভি - ডঃ রিতিক সেন চরিত্রে।[7]
- ২০১৭ সাল - বর্তমান — "ভাগ বাকুল ভাগ" - বাকুল চরিত্রে ।
তথ্যসূত্র
- TV has a wider reach than B'wood any day Jay Soni - The Times of India
- Jay wants to start a restaurant - The Times of India
- I'm not as patient as Ishaan Jay - The Times of India
- Jay Soni gets engaged - The Times of India
- Katrina Kaif slaps Jay Soni - The Times of India
- Rashami Desai And Jay Soni injured - The Times of India
- "Jay Soni opposite Erica in 'Kuch Rang Pyar Ke Aise Bhi' - Times of India"। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জয় সোনী (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.