জয় জয় দূর্গা মা
জয় জয় দূর্গা মা ২০১৮ সালের দূর্গা পূজার বিশেষ গানটি গেয়েছেন শান , অভিজিৎ ভট্টাচার্য , জিৎ গাঙ্গুলী । অভিনয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলী , মিমি চক্রবর্তী , শুভশ্রী গাঙ্গুলী , বনি সেনগুপ্ত এবং জিৎ গাঙ্গুলী। লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী ।[1][2][3]
"জয় জয় দুর্গা মা" | |||
---|---|---|---|
সৌরভ গাঙ্গুলী, মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, বনি সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলী কর্তৃক সঙ্গীত | |||
ভাষা | বাংলা | ||
মুক্তিপ্রাপ্ত | ১২ই অক্টোবর ২০১৮ | ||
বিন্যাস | ডিজিটাল | ||
ধারা | নৃত্য, ভক্তিমূলক | ||
দৈর্ঘ্য | ০৩:২৯ | ||
সুরকার | জিৎ গাঙ্গুলী | ||
গীতিকার | প্রিয় চট্টোপাধ্যায় | ||
প্রযোজক | রাজ চক্রবর্তী প্রোডাকশন | ||
|
কাস্ট এবং ক্রু
ব্র্যান্ড: ক্যাপ্টেন টিএমটি
গায়ক: শান, অভিজিৎ ভট্টাচার্য, জিৎ গাঙ্গুলী
মিউজিক কম্পোজার: জিৎ গাঙ্গুলী
গানের কথা: প্রিয় চট্টোপাধ্যায়
কাস্ট: সৌরভ গাঙ্গুলী, মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, বনি সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলী
পরিচালক: রাজ চক্রবর্তী
কোরিওগ্রাফার: বাবা যাদব
সিনেমাটোগ্রাফার: সৌমিক হালদার
প্রোডাকশন হাউস: রাজ চক্রবর্তী প্রোডাকশন
ক্রিয়েটিভ এজেন্সি: লো লিন্টাস, কলকাতা
ডিজিটাল এজেন্সি: সেকেন্ড ইনিংস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট
লিরিক্স
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা, জয় (x2)
খড়্গ হাতে রণচন্ডি তুমি
পাপের নামে মহাশক্তি তুমি
খড়্গ হাতে রণচন্ডি তুমি
অসুর বিনাশিনী শক্তি তুমি
দশভূজা তোমার অপার মহিমা..
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা, জয় (x2)
বোলো দূর্গা মাইকী , জয়
লাগলো দোলা ওই কাশের বোনে
শারদীয়ার এই খুশির দিনে
ও সুখের ছোঁয়া আজ সবার মনে
মা গো তোমারি আগমনে
খড়্গ হাতে নারী শক্তি তুমি
দুর্গতিনাশিনী মুক্তি তুমি
দশভূজা তোমার অপার মহিমা..
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা, জয় (x2)
বোলো দূর্গা মাইকী , জয়
সাজলো পাড়া আজ সাজলো বাড়ী
নতুন জামা গায়ে নতুন শাড়ী
অঞ্জলি দিয়ে মা জানাই তোমায়
সবাই তোমার যেন কোরুনা পায়
খড়্গ হাতে শুভ শক্তি তুমি
প্রাণের চেতনা ভক্তি তুমি
ও হো দশভূজা তোমার অপার মহিমা..
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা,
জয় জয় দূর্গা মা, জয় (x2)
তথ্যসূত্র
- "Sourav Ganguly To Feature In Music Video: "Anything First Time Is Good""। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- "Sourav Ganguly Is Set to Feature in a Bengali Music Video on the Occasion of Durga Puja Celebrations"। www.scrabbl.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।
- "Joy Joy Durga Maa Lyrics - Durga Puja Bengali Song 2018"। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৯।