জয়া আহসান

জয়া আহসান (বা জয়া মাসউদ) হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

জয়া আহসান
২০১৭ সালে জয়া আহসান
জন্ম
জয়া মাসউদ

১ জুলাই[টীকা 1]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশামডেল, অভিনেত্রী, প্রযোজক
উল্লেখযোগ্য কর্ম
গেরিলা, চোরাবালি, জিরো ডিগ্রী
দাম্পত্য সঙ্গীফয়সাল আহসান (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০১১)
পিতা-মাতাএ এস মাসউদ (পিতা)
রেহানা মাসউদ (মাতা)
পুরস্কারপূর্ণ তালিকা

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[1][2][3] এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী (২০১৫) ও অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।[4]

প্রাথমিক জীবন

জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন।[5] তিনি একটি সংগীত স্কুলও পরিচালনা করেন।

কর্মজীবন

জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন। গেরিলায় বিলকিস বানু চরিত্রে অভিনয় করে তিনি ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। একই বছর প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[6] এছাড়া ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[7][8]

গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৩ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[9]

জয়া আহসান ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান। এই বছর তিনি অভিনয় করেন কলকাতার অরিন্দম শীল পরিচালিত আবর্ত ছায়াছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন আবীর চ্যাটার্জি। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বে শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। একই বছর বাংলাদেশের সাফি উদ্দিন সাফি পরিচালিত রোমান্টিক ছায়াছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে অভিনয় করেন। এতে প্রথমবারের মত বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছায়াছবিটি ঈদুল আযহায় মুক্তি পায় এবং ব্যবসাসফল হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ টানা দ্বিতীয়বারের মত তারকা জরিপে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।[10][11] ২০১৪ সালে মারুফ হাসান পরিচালিত পারলে ঠেকা চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু ছায়াছবিটি এখনো মুক্তি পায় নি।[12]

২০১৫ সালে অভিনয় করেন বাংলাদেশের অনিমেষ আইচ পরিচালিত মনস্তাত্ত্বিক-থ্রিলারধর্মী জিরো ডিগ্রী ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটি ব্যবসাসফল না হলেও জয়ার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হন এবং ২০১৭ সালে প্রদত্ত ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।[13] একই বছর কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত একটি বাঙালি ভূতের গপ্পোসৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ১৯৪৭ সালের দেশবিভাগ নিয়ে নির্মিত রাজকাহিনী ছবিতে অভিনয় করেন। এই চলচ্চিত্রে যৌবনাশ্রিত ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন। [14] রাজকাহিনী ছায়াছবিতে অভিনয়ের জন্য ১৬তম টেলি সিনে পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।[15]

২০১৬ সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২। এটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর সিক্যুয়াল। এতে অভিনয়ের জন্য তিনি চতুর্থবারের মত শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[16] এই বছর আরো অভিনয় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা উপন্যাসের ভিত্তিতে অরিন্দম শীল পরিচালিত ঈগলের চোখ-এ।[17] ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পায় তার অভিনীত পুত্র[18] সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিতে একজন অটিস্টিক শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেন।[19] আগস্ট মাসে বিরসা দাশগুপ্ত পরিচালিত নারীবাদী চলচ্চিত্র ক্রিসক্রস মুক্তি পায়। ছবিটিতে তিনি কর্মজীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে একা এক নারীর চরিত্রে অভিনয় করেন।[20]

পারিবারিক জীবন

ব্যক্তিগত ও পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিনী। ১৪ মে ১৯৯৮ সালে বিয়ে করেন। ২০১১ সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।[21]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক দেশ টীকা
২০০৪ ব্যাচেলর শায়লা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশ
২০১০ ডুবসাঁতার রেণুকা রহমান নুরুল আলম আতিক বাংলাদেশ
২০১১ ফিরে এসো বেহুলা তনিমা তানিম নূর বাংলাদেশ
গেরিলা বিলকিস বানু নাসির উদ্দীন ইউসুফ বাংলাদেশ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
২০১২ চোরাবালি নবনী আফরোজ রেদওয়ান রনি বাংলাদেশ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
২০১৩ আবর্ত (চলচ্চিত্র) চারু সেন অরিন্দম শীল ভারত
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী জারা শিকদার সাফি উদ্দিন সাফি বাংলাদেশ বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
২০১৫ জিরো ডিগ্রী সোনিয়া অনিমেষ আইচ বাংলাদেশ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
একটি বাঙালি ভূতের গপ্পো অমৃতা ইন্দ্রনীল রায় চৌধুরী ভারত
রাজকাহিনী রুবিনা সৃজিত মুখোপাধ্যায় ভারত বিজয়ী: টেলি সিনে পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
২০১৬ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ মিতু সাফি উদ্দিন সাফি বাংলাদেশ
ঈগলের চোখ শিবাঙ্গী অরিন্দম শীল ভারত
২০১৭ ভালোবাসার শহর ইন্দ্রনীল রায় চৌধুরী ভারত
বিসর্জন পদ্মা হালদার কৌশিক গাঙ্গুলী ভারত ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায়[22]
খাঁচা সরোজিনী আকরাম খান বাংলাদেশ
২০১৮ পুত্র সাইফুল ইসলাম মান্নু বাংলাদেশ
ক্রিসক্রস বিরসা দাশগুপ্ত ভারত
দেবী রানু অনম বিশ্বাস বাংলাদেশ নিজের প্রযোজনা ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানকৃত
২০১৮ বিজয়া কৌশিক গাঙ্গুলী ভারত
কণ্ঠ রমিলা নন্দিতা রায়,
শিবপ্রসাদ মুখার্জি
ভারত
২০২১ অলাতচক্র তায়েবা হাবিবুর রহমান বাংলাদেশ
মেসিডোনা সামুরাই মারুফ বাংলাদেশ নির্মাণাধীন
২০২২
২০২৩ পেয়ারার সুবাস নুরুল আলম আতিক বাংলাদেশ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে প্রতিযোগিতায় প্রদর্শিত
বিউটি সার্কাস বিউটি মাহমুদ দিদার বাংলাদেশ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত

টেলিভিশন

ধারাবাহিক

  • এনেছি সূর্যের হাঁসি
  • শঙ্খবাস
  • আমাদের ছোট নদী
  • কফি হাউজ
  • দরজার ওপাশে
  • লাবণ্য প্রভা
  • মনে মনে
  • মানুষ বদল
  • নীড়
  • পলায়ন পর্ব
  • ৬৯
  • সংশয়
  • সম্পর্কের গল্প
  • তেভাগা
  • চৈতা পাগল

এক পর্বের নাটক

  • হাটকুঁড়া
  • জাল
  • জননীর কান্না
  • কুহক
  • পাঞ্জাবীওয়ালা
  • মায়েশা
  • আমেরিকানা
  • গ্রহণকাল
  • হ্যালোউইন
  • নো ম্যানস ল্যান্ড
  • অফ বীট
  • তারপরেও আঙুরলতা নন্দকে ভালবাসে
  • বিকল পাখির গান
  • আমাদের গল্প
  • সাম্বালা
  • ভালোবাসি তাই ভালোবেসে যাই

টেলিভিশন অনুষ্ঠান

বছরঅনুষ্ঠানউপস্থাপকচ্যানেলটীকা
২০১৩স্টার নাইটরুমানা মালিক মুনমুনমাছরাঙা টেলিভিশন[23]
২০১৬দাদাগিরিসৌরভ গাঙ্গুলীজি বাংলা[24]

বিজ্ঞাপন

  • স্যান্ডেলিনা স্যান্ডাল সোপ[25]

পুরস্কার ও সম্মাননা

এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হন।[26] ২০১৬ সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড লাভ করেন।[27] ২০২২ সালে বিনি সুতোয় চলচ্চিত্রের জন্য তিনি বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন।[28]

আরো পড়ুন

টীকা

  1. জয়া আহসান ১ জুলাইয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু সূত্রগুলো জন্মের বছর নিয়ে একমত নয়। ২০১৮ সালে বাংলাদেশ প্রতিদিনে ও ২০২০ সালে দৈনিক ভোরের কাগজে তার জন্মসাল ১৯৭২ বলা হয়।[টীকা 2][টীকা 3] দ্য টাইমস অফ ইন্ডিয়া জয়া আহসানের জন্মসাল ১৯৭২ হিসেবে তালিকাভুক্ত করে,[টীকা 4] কিন্তু তারপর তা পরিবর্তন করে ১৯৮৩ হিসেবে হালনাগাদ করে।[টীকা 5] ডিসেম্বর ২০১৯ সালের এক সাক্ষাৎকারে জয়া আহসান তার বয়স "৩৭ বছরের একদিনও বেশি নয়" বলে জানান।[টীকা 6]
  2. "জয়ার বয়স কত?"বাংলাদেশ প্রতিদিন। ১ জুলাই ২০১৮।
  3. "বুড়িয়ে যাচ্ছেন জয়া আহসান!"www.bhorerkagoj.comদৈনিক ভোরের কাগজ। ২৩ মার্চ ২০২০।
  4. "Jaya Ahsan"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২০। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০Born - July 01, 1972
  5. "Jaya Ahsan"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০২১। Born - July 01, 1983
  6. "নিজের বয়স জানালেন নায়িকা জয়া"দৈনিক যুগান্তর। ২২ ডিসেম্বর ২০১৯।

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কাল"ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩
  2. Mahmud, Jamil (২১ জানুয়ারি ২০১২)। "Turkish comedy-drama Kagit receives top award"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩
  3. Shah Alam Shazu (১১ ডিসেম্বর ২০১৩)। "Joya Ahsan: Accolades for the actor"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান আজ"বাংলা ট্রিবিউন। জুলাই ২৪, ২০১৭।
  5. "জয়া সম্পর্কে যে তথ্যটি ভুল!"পরিবর্তন.কম। ২২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। ২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩
  7. "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  8. "পাঁচ বছরের 'বাচসাস চলচ্চিত্র পুরস্কার' একসাথে"নিউজনেক্সটবিডি। ঢাকা, বাংলাদেশ। ডিসেম্বর ২৭, ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  9. "শ্রেষ্ঠ অভিনেতা শাকিব, অভিনেত্রী জয়া"দৈনিক ইত্তেফাক। ১০ মে ২০১৪। ২৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  10. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭
  11. "মেরিল—প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭
  12. "নাটকে ফিরছেন জয়া আহসান"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। জুন ২০, ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  13. "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই অন্যরকম কিছু': জয়া"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ২৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭
  14. আনন্দনগর প্রতিবেদক (২৩ জানুয়ারি ২০১৬)। "আবারও দেশীয় দর্শকদের হেয় করলেন জয়া আহসান"দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  15. "অভিনেত্রী জয়া আহসান পেলেন টেলি সিনে অ্যাওয়ার্ডস"মিডিয়া কথা। কলকাতা, ভারত। ৫ জুন ২০১৬। ৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  16. "দর্শক জরিপ: সেরা চলচ্চিত্র অভিনেত্রী নাবিলা"দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭
  17. "এবার কলকাতার গোয়েন্দা কাহিনীতে জয়া আহসান"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  18. "'পুত্র' শুধু বিনোদিত করবে না, নতুন করে ভাবতে শেখাবে: জয়া"দৈনিক ইত্তেফাক। ৫ জানুয়ারি ২০১৮। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮
  19. "'পুত্র' চলচ্চিত্রে ভিন্ন চরিত্রে জয়া"প্রিয়.কম। ৮ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮
  20. "'ক্রিসক্রস' টিজারে জয়ার কয়েক ঝলক"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৮
  21. "বিয়ে নিয়ে আনন্দবাজারকে যা বললেন জয়া"চ্যানেল আই অনলাইন। ঢাকা, বাংলাদেশ। ২১ জানুয়ারি ২০১৬। ১১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  22. "জানুয়ারিতে দেশের পর্দায় জয়ার 'বিসর্জন' ও 'বিজয়া'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৩ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯
  23. "ওয়েবসাইট খুললেন জয়া আহসান"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। জুলাই ২২, ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  24. "দাদাগিরি'তে জয়া আহসান"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ৩০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  25. "জয়া আউট, পরীমণি ইন!"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৫
  26. ছুটির দিনে, দৈনিক প্রথম আলো, এপ্রিল ৮, ২০০৬।
  27. ওয়ালিউল মুক্তা (মার্চ ৯, ২০১৬)। "পুরস্কৃত জয়া আহসান"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬
  28. https://www.prothomalo.com/entertainment/tollywood/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.