জয়পুরহাট সদর উপজেলা
জয়পুরহাট সদর উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
জয়পুরহাট সদর | |
---|---|
উপজেলা | |
জয়পুরহাট সদর জয়পুরহাট সদর | |
স্থানাঙ্ক: ২৫°৬′ উত্তর ৮৯°২′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
আয়তন | |
• মোট | ২৩৮.৫ বর্গকিমি (৯২.১ বর্গমাইল) |
জনসংখ্যা (2011)[1] | |
• মোট | ২,৫৬,৬৯১ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৩৮ ৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা, দক্ষিণাংশে আক্কেলপুর উপজেলা, পশ্চিমে বদলগাছী উপজেলা, পূর্বে কালাই উপজেলা ও ক্ষেতলাল উপজেলা।[2]
প্রশাসনিক এলাকা
- পৌরসভা - ১টি (জয়পুরহাট সদর পৌরসভা)
- ইউনিয়ন - ৯টি
জনসংখ্যার উপাত্ত
জয়পুরহাট সদর উপজেলার মোট জনসংখ্যা ২,৫৬,৬৯১ জন।
শিক্ষা
উপজেলায় শিক্ষার হার ৬৫ %,, এটি একটি নিরক্ষরমুক্ত উপজেলা। এ জেলার অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো যেমন,বুয়েট,ডুয়েট,কুয়েট,রুয়েট,চুয়েট,রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে থাকেন।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:-
জয়পুরহাট সরকারী কলেজ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজ।
শহীদ জিয়া কলেজ।
তালিমুল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ।
জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা।
মহুরুল দ্বিমুখী দাখিল মাদ্রাসা।
হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা।
ভাদসা উচ্চ বিদ্যালয়।
রামদেও বাজলা উচ্চবিদ্যালয়।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
খনজনপুর উচ্চবিদ্যালয়।
দূর্গাদহ বালিকা উচ্চবিদ্যালয়।
কড়ই নুরুলহুদা কামিল মাদ্রাসা।
তেঘর উচ্চবিদ্যালয়।
কৃষি
এ উপজেলা কৃষি নির্ভর উপজেলা। এ উপজেলায় ধান, আখ, কলা ভুট্টা,গম,আলু, পোল্ট্রি এর জন্য বিখ্যাত। জয়পুরহাটকে উত্তরবঙ্গের শস্যভান্ডার বলা হয়।
অর্থনীতি
এ উপজেলার অর্থনীতি কৃষি নির্ভর।
যোগাযোগ ব্যবস্থা
ঢাকা থেকে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। সড়ক পথে ঢাকা থেকে দুরত্ব ২৮০ কিমি এর মতো। চলাচলের মাধ্যম হিসেবে হানিফ,শ্যামলী,শাহ ফতেহ আলী, সালমা, এস আর ট্রাভেলসের বিলাসবহুল কোচ পাওয়া যায়।
রেলপথে এ উপজেলায় রয়েছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন। যা রেলপথে সারাদেশের সাথে জয়পুরহাটের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। ঢাকা অভিমুুুখী আন্তনগরগুলো হলো একতা,দ্রতযান,নীলসাগর এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস।
দর্শনীয় স্থান ও স্থাপনা
- পাগলা দেওয়ান বধ্যভূমি
- কড়ই কাদিপুর বধ্যভূমি
- বারশিবালয় মন্দির
- জয়পুরহাট শিশু উদ্যান।
আরও দেখুন
তথ্যসূত্র
- "এক নজরে জয়পুরহাট সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- "ভৌগোলিক পরিচিতি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।