জয়ন্ত কুমার রায়
জয়ন্ত কুমার রায় (জন্ম: ২৮ এপ্রিল ১৯৯৮; জয়ন্ত রায় নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বাংলাদেশ পুলিশ হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জয়ন্ত কুমার রায় | ||
জন্ম | ২৪ এপ্রিল ১৯৯৮ | ||
জন্ম স্থান | বগুড়া জেলা, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বাংলাদেশ পুলিশ | ||
জার্সি নম্বর | ৭৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯– | বাংলাদেশ পুলিশ | ২৯ | (0) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
প্রারম্ভিক জীবন
জয়ন্ত কুমার রায় ১৯৯৮ সালের ২৮শে এপ্রিল তারিখে বগুড়া জেলা জন্মগ্রহণ করেছেন।[2]
তথ্যসূত্র
- "Sree Joyonto Kumer Roy - Soccer player profile & career statistics - Global Sports Archive"। globalsportsarchive.com।
- "Bangladesh - J. Roy - Profile with news, career statistics and history - Soccerway"। int.soccerway.com।
বহিঃসংযোগ
- ট্রান্সফারমার্কেটে জয়ন্ত কুমার রায় (ইংরেজি)
- সকারওয়েতে জয়ন্ত কুমার রায় (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.