জন হাউজম্যান
জন হাউজম্যান (ইংরেজি: John Houseman; জন্ম: জাক হাউসমান, ২২ সেপ্টেম্বর ১৯০২ - ৩১ অক্টোবর ১৯৮৮)[1] ছিলেন একজন ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক। ফেডেরাল থিয়েটার প্রজেক্টে সিটিজেন কেইন চলচ্চিত্রে পরিচালক অরসন ওয়েলসের সাথে তার যুগলবন্দী এবং দ্য ব্লু ডালিয়া চলচ্চিত্রে লেখক রেমন্ড চ্যান্ডলারের সাথে তার যুগলবন্দীর জন্য তিনি সর্বাধিক পরিচিতি অর্জন করেন। তিনি দ্য পেপার চেজ (১৯৭৩) চলচ্চিত্রে প্রফেসর চার্লস ডব্লিউ. কিংসফিল্ড চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[2] তিনি ১৯৭৮ সালে এই চলচ্চিত্রের টেলিভিশন ধারাবাহিক উপযোগকরণে একই চরিত্রে অভিনয় করেন।
জন হাউজম্যান | |
---|---|
John Houseman | |
![]() ১৯৮০ সালে হাউজম্যান | |
জন্ম | জাক হাউসমান ২২ সেপ্টেম্বর ১৯০২ |
মৃত্যু | ৩১ অক্টোবর ১৯৮৮ ৮৬) মালিবু, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | ব্রিটিশ-মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ক্লিফটন কলেজ |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৩০-১৯৮৮ |
তথ্যসূত্র
- "John Houseman"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- "John Houseman"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে জন হাউজম্যান সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জন হাউজম্যান (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জন হাউজম্যান (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.