জন ম্যাকিলরেইদ

জন ম্যাকিলরেইদ (ইংরেজি: John McIlwraith; জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৮৫৭ - মৃত্যু: ৫ জুলাই, ১৯৩৮) ভিক্টোরিয়ার কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলিয়া রুলস ফুটবলার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৬ সালে সীমিত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

জন ম্যাকিলরেইদ
১৮৮৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে জন ম্যাকিলরেইদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন ম্যাকিলরেইদ
জন্ম(১৮৫৭-০৯-০৭)৭ সেপ্টেম্বর ১৮৫৭
কলিংউড, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু৫ জুলাই ১৯৩৮(1938-07-05) (বয়স ৮০)
ক্যাম্বারওয়েল, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৪৩)
১২ আগস্ট ১৮৮৬ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৪
রানের সংখ্যা ১৪৬৮
ব্যাটিং গড় ৪.৫০ ২৪.০৬
১০০/৫০ ০/০ ২/৬
সর্বোচ্চ রান ১৩৩
বল করেছে
উইকেট
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ২৪/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ মার্চ, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন জ্যাক ম্যাকিলরেইদ নামে পরিচিত জন ম্যাকিলরেইদ। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৮৮৪-৮৫ মৌসুম থেকে ১৮৮৯-৯০ মৌসুম পর্যন্ত জন ম্যাকিলরেইদের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। নিজের স্বর্ণালী সময়ে মারমুখী ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষে জন ম্যাকিলরেইদ তার খেলোয়াড়ী জীবন শুরু করেন। ১৮৮৩-৮৪ মৌসুমে দেড় হাজারের অধিক রান সংগ্রহ করেন।[1]

১৮৮৪-৮৫ মৌসুমে ভিক্টোরিয়ার পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[2] ১৮৮৫-৮৬ মৌসুমের স্বল্পকালীন প্রথম-শ্রেণীর ঘরোয়া ক্রিকেটের আসরে অসাধারণ ক্রীড়াশৈলী উপহার দেন। ৭৮.৭৫ গড়ে ৩১৫ রান তুলেন। তন্মধ্যে, দুইটি সেঞ্চুরি করেছিলেন তিনি। কেবলমাত্র আরেকজন ব্যাটসম্যানই ঐ মৌসুমে সেঞ্চুরি করতে পেরেছিলেন। পরবর্তী সফলতম ব্যাটসম্যান ২০১ রান তুলেছিলেন।[3]

ইংল্যান্ড সফরের অল্প কিছুদিন পূর্বে ভিক্টোরিয়ার সদস্যরূপে প্রথম খেলাতেই বাজিমাৎ করেন। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৩৩ রান তুলেন। এরপর অস্ট্রেলীয় একাদশের সদস্যরূপে ভিক্টোরিয়ার বিপক্ষে ১২৫ রান সংগ্রহ করেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩২ গড়ে ৯৪৭ রান তুলেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জন ম্যাকিলরেইদ। ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[4] এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

ইংল্যান্ড অভিমুখে অস্ট্রেলিয়ার পঞ্চম দল হিসেবে খেলার সুযোগ পান। ১৮৮৬ সালে দলের সাথে ইংল্যান্ড গমন করেন। তবে, মাঝারিমানের সফলতা লাভ করেছিলেন তিনি। তিন টেস্টের গড়া সিরিজের সবকটি টেস্টেই সফরকারী দল পরাজয়বরণ করেছিল। ইংল্যান্ডের পিচে রক্ষণাত্মক খেলার সাথে তেমন পরিচিত না থাকায় সফলতা পাননি। সামগ্রীকভাবে এ সফরে ১৬.২৫ গড়ে মাত্র ৫২০ রান তুলতে পেরেছিলেন জন ম্যাকিলরেইদ।[5] সফরের শেষদিকে তার খেলার উত্তরণ লক্ষ্য করা যায়। লন্ডনে সিরিজের তৃতীয় টেস্টে খেলার সুযোগ পান। তবে, মাত্র ২ ও ৭ রান তুলতে সক্ষম হয়েছিলে। ঐ টেস্টে অস্ট্রেলিয়া দল ইনিংসের ব্যবধানে পরাজিত হয়।[2][6]

অবসর

১৮৮৯ সাল পর্যন্ত ভিক্টোরিয়ার পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। পারিবারিক ব্যবসায় মনোনিবেশ ঘটানোয় অবসর গ্রহণ করতে বাধ্য হন।[5]

ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলেও দক্ষতা প্রদর্শন করেছেন। ১৮৮০-এর দশকে শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে ভিক্টোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে (ভিএফএ) মেলবোর্নের পক্ষে অস্ট্রেলীয় রুলস ফুটবল খেলেছেন।[7]

ব্যক্তিগত জীবন

জ্যাক ম্যাকিলরেইদ, জন ম্যাকিলরেইদের সন্তান ছিলেন। ম্যাকিলরেইদ ম্যাকইচার্ন শিপিং কোম্পানির সহঃপ্রতিষ্ঠাতা ছিলেন ও ১৮৭৩-৭৪ সময়কালে মেলবোর্নের মেয়রের দায়িত্ব পালন করেন।[8] তার ভ্রাতৃস্পুত্র টমাস ম্যাকিলরেইদ বেশ কয়েকবার কুইন্সল্যান্ডের মূখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মেলবোর্নের স্কচ কলেজে অধ্যয়ন করেছেন জন ম্যাকিলরেইদ।[2] ম্যাকিলরেইদ ম্যাকইচার্ন নামীয় প্রতিষ্ঠানে কাজ করেন ও পরবর্তীকালে পরিচালক হিসেবে মনোনীত হন।[2] তিনি সীসা উৎপাদনের দেখাশোনায় নিযুক্ত ছিলেন।[9]

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তবে, তার দেহাবসানের পূর্বেই স্ত্রী ও একমাত্র কন্যার মৃত্যু হয়।[9] ৫ জুলাই, ১৯৩৮ তারিখে ৮০ বছর বয়সে ভিক্টোরিয়ার ক্যাম্বারওয়েল এলাকায় জন ম্যাকিলরেইদের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

  1. "John McIlwraith"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  2. "Jack McIlwraith Passes: Was Fine Batsman"Sporting Globe: 13। ১৩ জুলাই ১৯৩৮।
  3. "First-class Batting and Fielding in Australia for 1885/86"CricketArchive। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  4. "Obituaries in 1939"Wisden। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯
  5. The Oxford Companion to Australian Cricket, Oxford, Melbourne, 1996, p. 352.
  6. "3rd Test, Australia tour of England at London, Aug 12-14 1886"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  7. Atkinson, p. 182.
  8. Hone, J. Ann। "McIlwraith, John (1828–1902)"Australian Dictionary of Biography। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  9. "Mr. John McIlwraith"The Argus: 2। ৮ জুলাই ১৯৩৮।

আরও দেখুন

বহিঃসংযোগ

গ্রন্থপঞ্জি

  • Atkinson, G. (1982) Everything you ever wanted to know about Australian rules football but couldn't be bothered asking, The Five Mile Press: Melbourne. আইএসবিএন ০ ৮৬৭৮৮ ০০৯ ০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.