জন ম্যাকলারিন
জন উইলিয়াম ম্যাকলারিন (ইংরেজি: John McLaren; জন্ম: ২২ ডিসেম্বর, ১৮৮৬ - মৃত্যু: ১৭ নভেম্বর, ১৯২১) কুইন্সল্যান্ডের টুয়ং এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১২ সালে একটিমাত্র টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পান জন ম্যাকলারিন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জন উইলিয়াম ম্যাকলারিন | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২২ ডিসেম্বর, ১৮৮৬ টুয়ং, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৭ নভেম্বর, ১৯২১ হাইগেট হিল, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১০০) | ২৩ ফেব্রুয়ারি ১৯১২ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ এপ্রিল ২০১৭ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি কুইন্সল্যান্ডের পক্ষে খেলতেন।[1] দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন জন ম্যাকলিরন।
খেলোয়াড়ী জীবন
১৯১১-১২ মৌসুমের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে অভিষেক ঘটে তার। এরফলে প্রথম কুইন্সল্যান্ডার হিসেবে টেস্ট খেলার সুযোগ লাভ করেন।[2] ২৩ ফেব্রুয়ারি, ১৯১২ তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অসীম সময়ের টেস্ট খেলায় তিনি ০/৪৭ ও ১/২৩ এবং উভয় ইনিংসেই শূন্য রানে অপরাজিত ছিলেন। ফ্রাঙ্ক ফস্টারকে বোল্ড করে একমাত্র টেস্ট উইকেট পান। খেলায় তার দল ৭০ রানে পরাজিত হয়েছিল।[3]
ব্যক্তিগত জীবন
এলিজাবেথ ম্যাকইনটায়ার এবং উইলিয়াম ম্যাকলারিন দম্পতির সন্তান ছিলেন তিনি। ১৭ নভেম্বর, ১৯২১ তারিখে কুইন্সল্যান্ডের হাইগেট হিল এলাকায় তার দেহাবসান ঘটে। এরপূর্বে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। মাত্র ৩৪ বছর বয়সে তার মৃত্যু ঘটে ও ব্রিসবেনে টুয়ং সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়।[4]
তথ্যসূত্র
- Queensland players". CricketArchive. Retrieved 29 April, 2017.
- "The Ashes - 5th Test, 23,24,26,27,28,29 February, 1 March 1912"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।
- Fifth Test match, Australia v England 1911-12, retrieved: 29 April, 2017
- McLaren John William ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুন ২০১২ তারিখে — Brisbane City Council Grave Location Search
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে জন ম্যাকলারিন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জন ম্যাকলারিন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)