জন মিলস (অভিনেতা)
স্যার জন মিলস, সিবিই (ইংরেজি: John Mills; জন্ম: লুইস আর্নেস্ট ওয়াটস মিলস, ২২ ফেব্রুয়ারি ১৯০৮ - ২৩ এপ্রিল ২০০৫)[1] ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি সাত দশকের কর্মজীবনে তিনি ১২০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রায়ান্স ডটার (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ গ্রেট এক্সপেক্টেশন্স (১৯৪৬), হবসন্স চয়েস (১৯৫৪), টাইগার বে (১৯৫৯), দ্য রং বক্স (১৯৬৬), এবং গান্ধী (১৯৮২)।
জন মিলস | |
---|---|
John Mills | |
জন্ম | লুইস আর্নেস্ট ওয়াটস মিলস ২২ ফেব্রুয়ারি ১৯০৮ নর্থ এমহাম, নরফোক, ইংল্যান্ড |
মৃত্যু | ২৩ এপ্রিল ২০০৫ ৯৭) ডেনহাম, বাকিংহামশায়ার, ইংল্যান্ড | (বয়স
পেশা | অভিনেতা, লেখক |
কর্মজীবন | ১৯২৯-২০০৪ |
দাম্পত্য সঙ্গী | এইলিন রেমন্ড (বি. ১৯৩২; বিচ্ছেদ. ১৯৪১) ম্যারি হেইলি বেল (বি. ১৯৪১; মৃ. ২০০৫) |
সন্তান | ৩ |
মিলস ঔপন্যাসিক ও নাট্যকার ম্যারি হেইলি বেলকে বিয়ে করেন। ১৯৬০ সালে তাকে সিবিই এবং ১৯৭৬ সালে নাইটহুডে ভূষিত করা হয়। ১৯৮০ সালে তার আত্মজীবনী আপ ইন দ্য ক্লাউডস, জেন্টলমেন প্লিজ প্রকাশিত হয়।
প্রারম্ভিক জীবন
জন মিলস ১৯০৮ সালের ২২শে ফেব্রুয়ারি নরফোকের নর্থ এমহামে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা লুইস মিলস ছিলেন গণিতের শিক্ষক এবং মাতা এডিথ বেকার থিয়েটারের বক্স অফিস ব্যবস্থাপক।[3] মিলসের শৈশব কাটে বেল্টনের এক গ্রামে, যেখানে তার পিতা গ্রামের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ছয় বছর বয়সে প্রথম তার স্কুলের হলে এক কনসার্টে অভিনয় করে প্রথম অভিনয়ের প্রতি আগ্রহী হন।[4] ১৯২৯ সালের পূর্ব পর্যন্ত তিনি গাইন্সবারা রোড ফেলিক্সস্টোতে বসবাস করতেন। তার বড় বোন অ্যানেট মিলস বিবিসি টেলিভিশনের মাফিন দ্য মিউল (১৯৪৬-৫৫)-এর উপস্থাপিকা।
তথ্যসূত্র
- "Sir John Mills | British actor"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- ম্যাকফারলেন, ব্রায়ান (জানুয়ারি ২০০৯)। Mills, Sir John Lewis Ernest Watts (1908–2005), actor | Oxford Dictionary of National Biography (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- পুলেইন, টিম (২৫ এপ্রিল ২০০৫)। "Obituary: Sir John Mills"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- "Desert Island Discs, Sir John Mills"। বিবিসি বেতার ফোর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জন মিলস (ইংরেজি)