জন তারতুরো
জন মাইকেল তারতুরো (ইংরেজি: John Michael Turturro; /tərˈtʊəroʊ/;[1] জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭) হলেন ইতালীয় মার্কিন অভিনেতা, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ডু দ্য রাইট থিং (১৯৮৯), মিলার্স ক্রসিং (১৯৯০), বার্টন ফিঙ্ক (১৯৯১), কুইজ শো (১৯৯৪), দ্য বিগ লেবোভ্স্কি (১৯৯৮), ও ব্রাদার, হোয়ার আর্ট দো? (২০০০) এবং ট্রান্সফর্মার্স চলচ্চিত্র ধারাবাহিকের চারটি চলচ্চিত্র, ও দ্য লাস্ট নাইট (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বার্টন ফিঙ্ক ছবিতে অভিনয় করে তিনি কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো অর্জন করেন এবং কুইজ শো ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
জন তারতুরো | |
---|---|
John Turturro | |
![]() | |
জন্ম | জন মাইকেল তারতুরো ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭ |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় অ্যাট নিউ পাল্টজ (বিএ) ইয়েল বিশ্ববিদ্যালয় (এমএফএ) |
পেশা | অভিনেতা, লেখক, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৮০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ক্যাথরিন বরোউইট্জ (বি. ১৯৮৫) |
সন্তান | ২ |
টেলিভিশনে তিনি মঙ্ক ধারাবাহিকে অভিনয় করে ২০০৪ সালে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং দ্য নাইট অব মিনি ধারাবাহিকে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2] এছাড়া তিনি তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
- ইউটিউবে "John Turturro's 'Passione': Going Behind the Lens With "The Big Lebowski" Actor Turned Director"
- "2017 Golden Globes: full list of nominations"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
- অলমুভিতে জন তারতুরো
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জন তারতুরো (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জন তারতুরো (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জন তারতুরো (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জন তারতুরো (ইংরেজি)