জন ক্লার্ক স্লেটার

জন ক্লার্ক স্লেটার একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি পরমাণু, অণু এবং সলিডের ইলেক্ট্রনিক গঠন তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মাইক্রোওয়েভ ইলেক্ট্রনিক্সেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯২০ সালে বিএস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন এ ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ১৯৩০ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেসিডেন্ট কার্ল টেলর কম্পটন তাকে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি উপস্নাতক পাঠ্যসূচী ঢেলে সাজালেন। তিনি ১৯৩৩ থেকে ১৯৬৮ সালের মধ্যে ১৪টি বই লিখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের ওপর তার কাজ, এমআইটি রেডিয়েশন ল্যাবরেটরী এর সহযোগিতায় এবং যার কিছু অংশ বেল ল্যাব্‌স এ হয়েছিল, রাডার এর উন্নয়নে ভূমিকা রেখেছিল। ১৯৫০ সালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগে সলিড স্টেট অ্যান্ড মলিকুলার থিওরি গ্রুপ গঠন করেন। পরের বছর তিনি বিভাগের চেয়ারম্যানশিপ ছেড়ে দেন এবং এক বছর ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরীতে কাজ করেন। পরে তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এ কোয়ান্টাম থিওরি প্রজেক্টে গবেষণা অধ্যাপক হিসেবে যোগদান করেন।

জন ক্লার্ক স্লেটার
John Clarke Slater (1900-1976)
জন্ম(১৯০০-১২-২২)২২ ডিসেম্বর ১৯০০
মৃত্যু২৫ জুলাই ১৯৭৬(1976-07-25) (বয়স ৭৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনরোচেস্টার বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণSlater-type orbitals
Slater determinants
Augmented plane wave theory
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
বেল ল্যাব্‌স
ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
সন্দর্ভসমূহThe Compressibility of the Alkali-Halides (1923)
ডক্টরাল উপদেষ্টাপার্সি উইলিয়াম্‌স ব্রিজম্যান
ডক্টরাল শিক্ষার্থীউইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি
Nathan Rosen
ফার্নান্দো হোসে কোর্বাতো
Donald Merrifield

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.