জন ওয়ারকাপ কর্নফোর্থ

জন ওয়ারকাপ কর্নফোর্থ একজন অস্ট্রেলীয়-ব্রিটিশ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৭৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জন ওয়ারকাপ কর্নফোর্থ
জন ওয়ারকাপ কর্নফোর্থ
জন্ম৭ সেপ্টেম্বর ১৯১৭
মৃত্যু৮ ডিসেম্বর ২০১৩(2013-12-08) (বয়স ৯৬)
সাসেক্স, ইংল্যান্ড, United Kingdom
জাতীয়তাঅস্ট্রেলীয়
নাগরিকত্বঅস্ট্রেলীয়,
ব্রিটিশ
মাতৃশিক্ষায়তনসিডনি বিশ্ববিদ্যালয়,
সেন্ট ক্যথেরিনস কলেজ
পরিচিতির কারণস্টেরেওরসায়ন of enzyme-catalysed reactions
পুরস্কারCorday–Morgan Medal (1949)
রসায়নে নোবেল পুরস্কার (1975)
রয়েল মেডেল (1976)
Copley Medal (1982)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈব রসায়ন
প্রতিষ্ঠানসমূহঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,
সাসেক্স বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টারবার্ট রবিনসন
সিডনি বিশ্ববিদ্যালয়ে জন ওয়ারকাপ কর্নফোর্থ এবং তার স্ত্রী রিতা হ্যারডেন্স

জীবনী

কর্নফোর্থ ১৯১৭ সালের ৭ সেপ্তেম্বর সিডনিতে জন্মগ্রহণ করেন। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় এর স্কুল অব কেমিস্ট্রি থেকে ১৯৩৭ সালে জৈব রসায়নে সম্মানসহ প্রথম শ্রেণী এবং ইউনিভার্সিটি মেডেল অর্জন করেন।

সম্মাননা

  • কর্ডে-মরগানমেডেল (১৯৫৩)
  • ডেভি মেডেল (১৯৬৮)
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি
  • কমান্ডার র্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (CBE; ১৯৭২)[1]
  • রসায়ন এ নোবেল পুরস্কার (১৯৭৫)
  • রয়াল মেডেল (১৯৭৬)
  • নাইট ব্যাচেলর (১৯৭৭)[1]
  • Corresponding Fellow of the Australian Academy of Science (1977)
  • Foreign member of the Royal Netherlands Academy of Arts and Sciences (since 1978)
  • কপলি মেডেল (১৯৮২)
  • কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া (AC; 1991)[2]
  • Centenary Medal (2001)[3]

তথ্যসূত্র

  1. University of Sydney, Faculty of Science: Sir John Warcup Cornforth. Retrieved 14 December 2013
  2. It's an Honour: AC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে. Retrieved 14 December 2013
  3. It's an Honour: Centenary Medal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখে. Retrieved 14 December 2013
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.