জন অ্যাডামস
জন অ্যাডামস (অক্টোবর ৩০, ১৭৩৫ – জুলাই ৪, ১৮২৬) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন আইনজীবী, কূটনীতিক, রাজনৈতিক ভাষ্যকার, ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনকদের মধ্যে অন্যতম।[1]
জন অ্যাডামস | |
---|---|
২য় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৪ মার্চ, ১৭৯৭ – ৩ মার্চ, ১৮০১ | |
উপরাষ্ট্রপতি | টমাস জেফারসন |
পূর্বসূরী | জর্জ ওয়াশিংটন |
উত্তরসূরী | টমাস জেফারসন |
১ম মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২১ এপ্রিল ২১, ১৭৮৯ – ৪ মার্চ, ১৭৯৭ | |
রাষ্ট্রপতি | জর্জ ওয়াশিংটন |
পূর্বসূরী | পদ সৃষ্টি |
উত্তরসূরী | টমাস জেফারসন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ব্রেইনট্রি, ম্যাসাচুসেট্স | ৩০ অক্টোবর ১৭৩৫
মৃত্যু | ৪ জুলাই ১৮২৬ ৯০) কোয়েন্সি, ম্যাসাচুসেট্স | (বয়স
রাজনৈতিক দল | প্রো-অ্যাডমিনিস্ট্রেশন (১৭৯৫-এর পূর্বে) ফেডেরালিস্ট (১৭৯৫-১৮২৬) |
দাম্পত্য সঙ্গী | আবিগেইল অ্যাডামস |
স্বাক্ষর |
তিনি বিপ্লবী নেতা স্যামুয়েল অ্যাডামসের সাথে যোগ দেন, কিন্তু মার্কিন বিপ্লবের পূর্বে তিনি নিজেই নিজের খ্যাতি অর্জন করেন। বোস্টন সংঘর্ষের পরে তিনি ব্রিটিশ সেনাসদস্যদের সফল আইনি প্রতিরক্ষা প্রদান করেন।[2]
তথ্যসূত্র
- "John Adams (1735-1826)"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭।
- Adams, John (December 1770). Argument in Defense of the Soldiers in the Boston Massacre Trials.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.