জঙ্গলখাইন ইউনিয়ন

জঙ্গলখাইন বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

জঙ্গলখাইন
ইউনিয়ন
৯নং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ
জঙ্গলখাইন
জঙ্গলখাইন
বাংলাদেশে জঙ্গলখাইন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′১৩″ উত্তর ৯১°৫৭′১০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা 
সরকার
  চেয়ারম্যানগাজী ইদ্রিস
আয়তন
  মোট৭.৭১ বর্গকিমি (২.৯৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১১,৭১৭
  জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

জঙ্গলখাইন ইউনিয়নের আয়তন ১,৯০৪ একর (৭.৭১ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জঙ্গলখাইন ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৭১৭ জন। এর মধ্যে পুরুষ ৫,৭২৭ জন এবং মহিলা ৫,৯৯০ জন। মোট পরিবার ২,২৬০টি।[1]

অবস্থান ও সীমানা

পটিয়া উপজেলার উত্তর-মধ্যাংশে জঙ্গলখাইন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধলঘাট ইউনিয়নহাবিলাসদ্বীপ ইউনিয়ন; পশ্চিমে হাবিলাসদ্বীপ ইউনিয়ন, কুসুমপুরা ইউনিয়নবড়লিয়া ইউনিয়ন; দক্ষিণে কুসুমপুরা ইউনিয়নবড়লিয়া ইউনিয়ন এবং পূর্বে ভাটিখাইন ইউনিয়ন, পটিয়া পৌরসভাদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

জঙ্গলখাইন ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[2]

  • এয়াকুবদণ্ডী
  • পাইরোল
  • লড়িহরা
  • নাইখাইন
  • ঊনাইনপুরা
  • উজিরপুর
  • জঙ্গলখাইন

নামকরণ ও ইতিহাস

এ ইউনিয়নে এক সময় প্রচুর গাছপালা বা জঙ্গল ছিল, যা থেকে এ ইউনিয়নের নাম জঙ্গলখাইন। জঙ্গলখাইন ইউনিয়ন এক সময় বড়লিয়ার সাথে একীভূত ছিল। পরবর্তীতে জঙ্গলখাইন ইউনিয়ন থেকে বড়লিয়া ইউনিয়ন পৃথক করা হয়।[3]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জঙ্গলখাইন ইউনিয়নের সাক্ষরতার হার ৬২%।[1] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ[4]
  • ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[5]
প্রাথমিক বিদ্যালয়
  • ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এয়াকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

জঙ্গলখাইন ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

জঙ্গলখাইন ইউনিয়নে ২২টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে। এই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদ হল কাছিম আলী মুন্সি ও আইনুদ্দিন মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি পুরনো মসজিদগুলোর মধ্যে অন্যতম। ১৯১০ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয় যার সপক্ষে এর ওয়াকফ দলিল পাওয়া যায়। ধারণা করা হয় এটি আরও আগে প্রতিষ্ঠিত করা হয়েছে। নাইখাইন আর গৈড়লার উল্লেখযোগ্য মানুষ এই মসজিদে সালাত আদায় করে থাকে।

খাল ও নদী

জঙ্গলখাইন ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ২টি খাল হল চানখালী খাল এবং আলমখালী খাল।[6]

হাট-বাজার

জঙ্গলখাইন ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আমজুর হাট।[7]

দর্শনীয় স্থান

  • হযরত মোহছেন আলী (রহ.) মাজার শরীফ[8]

উল্লেখযোগ্য ব্যক্তি

জঙ্গলখাইন ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[9]

  • ড. আবুল কালাম আজাদ – অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • ড. ধর্মসেন মহাস্থবীর – বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু।
  • ড. মোহাম্মদ আতাউল হাকিম – গণিতে সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রী অর্জনকারী।


জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: গাজী ইদ্রিস
চেয়ারম্যানগণের তালিকা[10]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ মহসিন খান ১৯৭৪-১৯৮৫
০২ ফরিদ আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৮৫
০৩ আবদুল হক ১৯৮৫-১৯৮৮
০৪ ফরিদ আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৯৮৮-১৯৯২
০৫ মোহাম্মদ ইউনুচ চৌধুরী ১৯৯২-১৯৯৮
০৬ শাহাদাত হোসেন ফরিদ ১৯৯৮-২০০২
০৭ নূর বক্স (ভারপ্রাপ্ত) ২০০২
০৮ শাহাদাত হোসেন ফরিদ ২০০২-২০০৩
০৯ আবু তালেব ২০০৩-২০০৭
১০ তৌহিদুল আলম (ভারপ্রাপ্ত) ২০০৭-২০১১
১১ সুলতানা রাজিয়া (ভারপ্রাপ্ত) ২০১১
১২ শাহাদাত হোসেন ফরিদ ২০১১-২০১৬
১৩ গাজী ইদ্রিস ২০১৬-বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭
  3. "জঙ্গলখাইন ইউনিয়নের ইতিহাস - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭
  4. "কলেজ - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  5. "মাধ্যমিকবিদ্যালয় - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  6. "খাল ও নদী - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭
  7. "হাট বাজারের তালিকা - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd
  8. "দর্শনীয়স্থান - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭
  9. "প্রখ্যাত ব্যক্তিত্ব - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - জঙ্গলখাইন ইউনিয়ন - জঙ্গলখাইন ইউনিয়ন"janglukhainup.chittagong.gov.bd। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.