জগৎবল্লভপুর
জগৎবল্লভপুর ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার অন্তর্গত জগৎবল্লভপুর জনসাধারণ উন্নয়ন সিডি ব্লকে অবস্থিত একটি শহর।
জগৎবল্লভপুর | |
---|---|
শহর | |
জগৎবল্লভপুর জগৎবল্লভপুর | |
স্থানাঙ্ক: ২২°৪১′১১″ উত্তর ৮৮°৬′২৫″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,১১৩ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
যানবাহন নিবন্ধন | WB |
ওয়েবসাইট | howrah |
ভূগোল
জগৎবল্লভপুর, ২২°৪১′১১″ উত্তর ৮৮°৬′২৫″ পূর্ব.[1] স্থানাঙ্কে অবস্থিত।
জনমিতি
২০১১ সালের জনগণনা অনুযায়ী,জগৎবল্লভপুরের মোট জনসংখ্যা ৭,১১৩ যার মধ্যে ৩,৬৩৬ জন পুরুষ (৫১%) ও ৩,৪৭৭ জন মহিলা (৪৯%)। ৬ বছরের নিচে জনসংখ্যা ছিল ৭৮৬ জন। জগৎবল্লভপুরের মোট সাক্ষর জনসংখ্যা ৫,২৪০(৬ বছর ধরে জনসংখ্যার ৮২.৮২%)।[2]
পরিবহন
জগৎবল্লভপুর,চারটি গুরুত্বপূর্ণ রাস্তার মিলনস্থল যেগুলি বড়গাছিয়া,মশাট,জাঙ্গিপাড়া ও উদয়নারায়ণপুরে যায়।
সরকারি বাস
- ই১৩ এসপ্ল্যানেড - জাঙ্গিপাড়া
- ই৩২ কলকাতা - আঁটপুর
প্রাইভেট বাস
- ৯এ বড়গাছিয়া - হরিপাল রেলওয়ে স্টেশন
- ২৬সি জগৎবল্লভপুর - বনহুগলী
বাস রুট
ট্রেন
বড়গাছিয়া রেলওয়ে স্টেশন, হাওড়া আমতা রেলওয়ে লাইনে অবস্থিত জগৎবল্লভপুরের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন।
তথ্যসূত্র
- "Jagatballavpur High School (Howrah district)"। West Bengal। Wikimapia। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬।
- "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.