জগৎবল্লভপুর

জগৎবল্লভপুর ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার অন্তর্গত জগৎবল্লভপুর জনসাধারণ উন্নয়ন সিডি ব্লকে অবস্থিত একটি শহর

জগৎবল্লভপুর
শহর
সীতাপুর মোড়, জগৎবল্লভপুর
জগৎবল্লভপুর
জগৎবল্লভপুর
পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′১১″ উত্তর ৮৮°৬′২৫″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
জনসংখ্যা (২০১১)
  মোট৭,১১৩
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটhowrah.gov.in
কৌশিকি নদী (কানা দামোদর), জগৎবল্লভপুর

ভূগোল

জগৎবল্লভপুর, ২২°৪১′১১″ উত্তর ৮৮°৬′২৫″ পূর্ব.[1] স্থানাঙ্কে অবস্থিত।

জনমিতি

২০১১ সালের জনগণনা অনুযায়ী,জগৎবল্লভপুরের মোট জনসংখ্যা ৭,১১৩ যার মধ্যে ৩,৬৩৬ জন পুরুষ (৫১%) ও ৩,৪৭৭ জন মহিলা (৪৯%)। ৬ বছরের নিচে জনসংখ্যা ছিল ৭৮৬ জন। জগৎবল্লভপুরের মোট সাক্ষর জনসংখ্যা ৫,২৪০(৬ বছর ধরে জনসংখ্যার ৮২.৮২%)।[2]

পরিবহন

জগৎবল্লভপুর,চারটি গুরুত্বপূর্ণ রাস্তার মিলনস্থল যেগুলি বড়গাছিয়া,মশাট,জাঙ্গিপাড়া ও উদয়নারায়ণপুরে যায়।

সরকারি বাস

প্রাইভেট বাস

বাস রুট

ট্রেন

বড়গাছিয়া রেলওয়ে স্টেশন, হাওড়া আমতা রেলওয়ে লাইনে অবস্থিত জগৎবল্লভপুরের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন

তথ্যসূত্র

  1. "Jagatballavpur High School (Howrah district)"West Bengal। Wikimapia। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
  2. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.