জগুমামা
জগুমামা বাংলা সাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্রটির স্রষ্টা বাঙালি সাহিত্যিক শ্রী ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। জগুমামা সিরিজের প্রথম আত্মপ্রকাশ ১৯৮৫ সালের শারদীয়া কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হাত উপন্যাসে।[1]
জগুমামা | |
---|---|
জগুমামা চরিত্র | |
প্রথম উপস্থিতি | হাত |
শেষ উপস্থিতি | কুরগে কালোর খেলা |
কণ্ঠ প্রদান | গোয়েন্দা |
তথ্য | |
ডাকনাম | জগু |
লিঙ্গ | পুরুষ |
পদবি | মুখার্জী। |
পেশা | গোয়েন্দা |
দাম্পত্য সঙ্গী | অবিবাহিত |
সন্তান | নেই |
আত্মীয় | ভাগ্নে টুকলু আর পিকলু |
জাতীয়তা | ভারতীয় |
বাংলা |
চরিত্রচিত্রণ
জগুমামার পুরো নাম ডঃ জগবন্ধু মুখোপাধ্যায়। উনি একাধারে একজন বিজ্ঞানী এবং গোয়েন্দা। তার দুই ভাগ্নে টুকলু ও পিকলুর সাহায্যে উনি সত্য অনুসন্ধান করেন। প্রায় প্রতিটি অ্যাডভেঞ্চারেই জগুমামার সঙ্গী হয় তার ভাগনে টুকলু ও বন্ধু অনন্ত সরখেল। সিবিআই অফিসার সত্যসাধন পট্টনায়েক জগুমামার বন্ধু।
কাহিনীসমূহ
জগুমামা সিরিজের সবকয়টি গল্প ও উপন্যাসই প্রকাশিত হয়েছে কিশোর ভারতী পত্রিকার শারদীয়া সংখ্যাগুলিতে। পরে পত্র ভারতী থেকে জগুমামার রহস্যকাহিনীগুলিকে গ্রন্থাকারে চারটি খণ্ডে প্রকাশ করা হয়। মুখোশের আড়ালে কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা মুখোশের অন্তরালে ও রক্ত রহস্য সিনেমা তৈরি হয়েছে। জগুমামা কাহিনীগুলি হল:
উপন্যাস
জগুমামা রহস্য সমগ্র ১:
- হাত[1]
- ছায়ামূর্তি[1]
- আলোয় সেদিন অন্ধকার[1]
- মুখোশের আড়ালে[1]
- রুকটুকার পাড়ে[1]
- বড় পায়ের খোঁজে[1]
- নীল কাঁকড়ার রহস্য[1]
- জগুমামার বিপক্ষে 'জগুমামা'[1]
- জগুমামা রহস্য সমগ্র ২:
- সাগর পাহাড় মৌমাছি[2]
- আকাশে মৃত্যুর বিষ[2]
- রহস্য রাতের পদ্মায়[2]
- মূর্তি ও মৃত্যুফাঁদ[2]
- সাক্ষী ছিল ছবি[2]
- আলেকজান্ডারের আংটি[2]
- আরবি পুঁথি রহস্য[2]
- জগুমামা রহস্য সমগ্র ৩:
- রহস্যে ঘেরা রাক্ষসখালি[3]
- মৃত্যু বিষ
- সাবধান! লালি গুরান[3]
- অন্ধকার ভাল নয়[3]
- ভয়ের আড়ালে ভয়[3]
- বিষাক্ত রাত[3]
- অনন্তবাবু কোথায়?[3]
- জগুমামা রহস্য সমগ্র ৪:
- রক্তরহস্য[4]
- তিতির সেন হত্যা রহস্য
- দ্বীপের নাম কালাডেরা[4]
- জব চার্নকের চাবুক[4]
- আড়ালে যারা থাকে[4]
- রাইকুর বিষ[4]
- জগুমামা রহস্য সমগ্র ৫:
- জঙ্গলে ভয় ছিল[5][6]
- জ্যান্ত পাথর! অতঃপর[7]
- জঙ্গলে জ্যান্ত পাথর
- কালোয় কালো কক্সবাজার[8]
- কোডারমায় ঝঞ্ঝাট
- সোনার সাগরে মৃত্যু
- মিস মানেকা অন্তর্ধান রহস্য
- কুরগে কালোর খেলা
তথ্যসূত্র
- চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার। জগুমামা রহস্য সমগ্র ১। কলকাতা: পত্র ভারতী প্রকাশন। আইএসবিএন 978-81-8374-091-3।
- চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার। জগুমামা রহস্য সমগ্র ২। কলকাতা: পত্র ভারতী প্রকাশন। আইএসবিএন 978-81-8374-247-4।
- চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার। জগুমামা রহস্য সমগ্র ৩। কলকাতা: পত্র ভারতী প্রকাশন। আইএসবিএন 978-81-8374-434-8।
- চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার। জগুমামা রহস্য সমগ্র ৪। কলকাতা: পত্র ভারতী প্রকাশন। আইএসবিএন 978-81-8374-480-5।
- শারদীয়া কিশোর ভারতী ১৪২৫
- Various (২০১৮-১০-০৩)। SHARADIYA KISHORE BHARATI 1425। PATRA BHARATI।
- শারদীয়া কিশোর ভারতী ১৪২৬
- শারদীয়া কিশোর ভারতী ১৪২৭