ছাতা

ছাতা, ছত্র, ছত্রী, ছাতি, রোদ বা বৃষ্টি হতে মাথা বাঁচাবার জন্য প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। পরে রংবেরঙের ছাতা কখনো ফ্যাসন কখনো মর্যাদার প্রতীক হিসাবেও বহুভাবে ব্যবহার হয়েছে ।

ছাতা হাতে শিশু
একটি ছাতার অংশ[1]
কাছ থেকে একটি ঐতিহ্যগত জাপানি ছাতা (higasa)

ছাতার বাঁট

বাংলাদেশের মাথাল সদৃশ বাঁটহীন ছাতা। ভিয়েনা ২০০৭।

হাতে ধরার দণ্ড। অনেক সময় হাতল ধরার বা ঝুলিয়ে রাখার সুবিধার্থে আঁকশির মত বাঁকা হয়। অনেক ক্ষেত্যে ছাতার বাঁট থাকে না, মাথায় সাঁটানো হয়।

ছাতার উপরের অংশ

  • কাপড়ের ছাতা
  • তালপাতার ছাতা
  • কাঠের ছাতা

হিউয়েন সাঙ ইত্যাদি পরিব্রাজকদের পিঠে বাঁধা ছাতা

ছত্রবাহক

রাজারাজড়াদের সঙ্গে তাদের মাথায় ছাতা ধরে ছত্রবাহক ঘুরত।

বিভিন্নদেশে ছাতা

বাংলাদেশ

বাংলাদেশে আগে কাঠের বাট ও সুতি কাঁপড়ের এক ভাজের ছাতা বিক্রি হতো যা টেকসই। কিন্তু বর্তমানে চীন থেকে আমদানি করা ভাঁজ করা ছাতা বাংলাদেশের স্থানীয় মার্কার নামে বেশি বিক্রি হয়। ভাঁজ করা ছাতার মধ্যে শংকর, এটলাস, মুন, রহমান এর ছাতা বেশি বিক্রি হয়।

ব্যাঙের ছাতা

বেসিডিওমাইসেটস জাতীয় ছত্রাককে ব্যাঙের ছাতা বলা হয়, কারণ এরা দেখতে অনেকটা খোলা ছাতার মত লাগে।

সাহিত্যে ছাতা

কল্পবিজ্ঞানে ছাতা হতে পারে প্যারাশুট, নৌকা ইত্যদি।

শিল্পে ছাতা

তথ্যসূত্র

  1. "Parts of an Umbrella" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুলাই ২০১৭ তারিখে, Carver Umbrellas, February 28, 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.