চ্যাপ্টামাথা খরোল

চ্যাপ্টামাথা খরোল (বৈজ্ঞানিক নাম: Mugil cephalus) (ইংরেজি: Flathead grey mullet) হচ্ছে Mugilidae পরিবারের Mugil গণের একটি স্বাদুপানির মাছ

চ্যাপ্টামাথা খরোল
Flathead grey mullet
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Mugiliformes
পরিবার: Mugilidae
গণ: Mugil
প্রজাতি: M. cephalus
দ্বিপদী নাম
Mugil cephalus
Linnaeus, 1758

বিস্তৃতি

এই মাছ ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় পাওয়া যায়।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকায় এই প্রজাতিটি অন্ততর্ভুক্ত নয়। তবে এ মাছের উৎপাদন বাড়াতে এর কৃত্রিম প্রজনন জরুরি।[2]

মন্তব্য

মুলেট মাছের প্রধান বৈশিষ্ট্য হলও এরা ঝাঁক বেঁধে চলাচলের সময় পানির উপরে লাফিয়ে ওঠে। লাফ দেওয়ার সময় তাদের দেহ শক্ত থাকে এবং পুনরায় পানিতে পড়লে শব্দ হয়। এ মাছ সাধারণভাবে কোন আধার বা আকর্ষণীয় বস্তু দেখে আকৃষ্ট হয় না। তবে এদের ময়দার বল বা শৈবাল দিয়ে ধরা হয়। শীতকালে এ মাছ স্বাস্থ্যবান এবং খেতে সুস্বাদু।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Kottelat, M. & Freyhof, J. 2012. Mugil cephalus The IUCN Red List of Threatened Species. Version 2014.2. Downloaded on 01 November 2014.
  2. হারুন, এ কে ইউসুফ (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৪৬–২৪৭। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.