চ্যাপলিন পরিবার
চ্যাপলিন পরিবার হল একটি বহুজাতিক অভিনয়শিল্পী পরিবার। তারা সিডনি চ্যাপলিন, চার্লি চ্যাপলিন ও জর্জ হুইলারের মাতা হান্নাহ হ্যারিয়েট পেডলিংহাম হিলের উত্তরসূরি।
পরিবারের সদস্যবৃন্দ
- চার্লস চ্যাপলিন সিনিয়র (১৮৬৩-১৯০১)
- হান্নাহ হ্যারিয়েট পেডলিংহাম হিল (১৮৬৫-১৯২৮) - ১ বিয়ে ও ২ সঙ্গী, ৩ পুত্র।
- (ক) সিডনি জন চ্যাপলিন (১৮৮৫-১৯৬৫) - হান্নাহ ও সিডনি হকের পুত্র; ২ বিয়ে, কোন সন্তান নেই।
- (খ) চার্লি চ্যাপলিন (১৮৮৯-১৯৭৭) - হান্নাহ ও চার্লস চ্যাপলিন সিনিয়নের পুত্র; ৪ বিয়ে, ৬ পুত্র, ৫ কন্যা।
- (১) মিলড্রেড হ্যারিস (১৯০১-১৯৪৪) - ১ পুত্র।
- নরম্যান স্পেন্সার চ্যাপলিন (১৯১৯-১৯১৯) - মাত্র তিনদিন বেঁচে ছিল।
- (২) লিটা গ্রে (১৯০৮-১৯৯৫) - ২ পুত্র।
- চার্লস চ্যাপলিন জুনিয়র (১৯২৫-১৯৬৮) - ১ বিয়ে, ১ সন্তান।
- সুজান ম্যারি - চার্লস ও তার স্ত্রী সুজান ম্যাগনেসের কন্যা।
- সিডনি আর্ল চ্যাপলিন (১৯২৬-২০০৯)[1]
- স্টিভেন চ্যাপলিন - সিডনি ও তার স্ত্রী নোয়েল অ্যাডামের পুত্র।
- তামারা চ্যাপলিন[2]
- (৩) পলেট গডার্ড (১৯১০-১৯৯০) - কোন সন্তান নেই।
- (৪) উনা ওনিল (১৯২৫-১৯৯১) - ৩ পুত্র, ৫ কন্যা।
- জেরাল্ডিন লেই চ্যাপলিন (জ. ১৯৪৪)
- শেন সরা (জ. ১৯৭৪) - জেরাল্ডিন ও কার্লোস সরার পুত্র।[2]
- উনা ক্যাস্টিলা চ্যাপলিন (জ. ১৯৮৬) - জেরাল্ডিন ও প্যাট্রিসিও ক্যাস্টিলার কন্যা।
- মাইকেল জন চ্যাপলিন (জ. ১৯৪৬)
- (i) পাত্রিস জোন্স
- (ii) পাত্রিসিয়া বিতোদিয়ে
- কারমেন চ্যাপলিন (জ. ১৯৭২)
- ক্যাথলিন চ্যাপলিন (জ. ১৯৭৫)
- ডলারেস চ্যাপলিন (জ. ১৯৭৯)
- ট্রেসি চ্যাপলিন[2]
- জোসেফিন হান্নাহ চ্যাপলিন (জ. ১৯৪৯) - ১ বিয়ে ও ২ সঙ্গী, ৩ সন্তান।
- (১) মিলড্রেড হ্যারিস (১৯০১-১৯৪৪) - ১ পুত্র।
- ভিক্টোরিয়া চ্যাপলিন (জ. ১৯৫১) - জঁ-বাপতিস্তে থিয়েরিকে বিয়ে করেন, ১ কন্যা, ১ পুত্র।
- অরেলিয়া থিয়েরি (জ. ১৯৭১)[5]
- জেমস থিয়েরি (জ. ১৯৭৪)
- ইউজিন অ্যান্থনি চ্যাপলিন (জ. ১৯৫৩)
- (i) বের্নাদেত্তে ম্যাকক্রিডি
- কিয়েরা চ্যাপলিন (জ. ১৯৮২)
- লরা চ্যাপলিন (জ. ১৯৮৭)[6][7]
- কেভিন চ্যাপলিন
- স্পেন্সার চ্যাপলিন
- শ্যানন চ্যাপলিন
- (ii) ডের্জের্মা এনখবাট[8]
- উনা চ্যাপলিন (২০০৭)
- স্কাই চ্যাপলিন (২০০৭)
- জেন সেসিল চ্যাপলিন (জ. ১৯৫৭) - চলচ্চিত্র প্রযোজক ইলিয়া স্যালকিন্ডকে বিয়ে করেন।
- অ্যানেট এমিলি চ্যাপলিন (জ. ১৯৫৯)
- ক্রিস্টোফার জেমস চ্যাপলিন (জ. ১৯৬২)
- (গ) জর্জ হুইলার ড্রাইডেন জুনিয়র (১৮৯২-১৯৫৭) - হান্নাহ ও লিও ড্রাইডেনের পুত্র। ১ বিয়ে, ১ পুত্র।
- (১) অ্যালিস চ্যাপেল - ১ পুত্র
- স্পেন্সার ড্রাইডেন (১৯৩৮–২০০৫) - ৩ বিয়ে, ৩ পুত্র।
- জেফ্রি ড্রাইডেন (জ. ১৯৬৬) - স্পেসার ও তার স্ত্রী জেনি ডেভিসের পুত্র।
- জেসি ড্রাইডেন (মঞ্চনাম: "ড্রাঙ্কফাক্স") - স্পেসার ও তার স্ত্রী স্যালি মানের পুত্র।
- জ্যাকসন ড্রাইডেন - স্পেসার ও ক্যাথি মিলারের পুত্র।
- (১) অ্যালিস চ্যাপেল - ১ পুত্র
তথ্যসূত্র
- "Obituary: Sydney Chaplin"। দ্য গার্ডিয়ান। ১০ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- "Les Héritiers de Charlot"। Illustre। ১ সেপ্টেম্বর ২০১০। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- Patrice Chaplin, p. 45
- "Interviewing Chaplin's grandson, Charly Sistovaris"। TheLittleFellow.Org। ৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- "Aurélia Thierree, BFI Film & TV database"। ৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- "Laura Chaplin peint son amour pour Charlot"। 24 Heures। ২৮ এপ্রিল ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২।
- "Biography"। LauraChaplin.ch। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২।
- ref twins of Eugene Chaplin by second wife
- News item, 3 March 1994, Variety. Retrieved 8 March 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.