চেতনা দাস
চেতনা দাস (অসমীয়া: চেতনা দাস) অসমের একজন প্রসিদ্ধ অভিনেত্রী। ১৯৭০-১৯৮০ সময়ে তিনি অসমের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।[1][2]
চেতনা দাস | |
---|---|
জন্ম | [1] | ৪ নভেম্বর ১৯৫৪
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
শৈশব জীবন
১৯৫৪ সনের ৪ নভেম্বরে পূর্বের অসম বর্তমান মেঘালয় জেলার শিলং-এ চেতনা দাসের জন্ম হয়।[1][3] তাঁর পিতার নাম গিরিন্দ্র কুমার তালুকদার।[2] তিনি তেজপুরের দরং মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।[1]
অভিনয় জগত
- তৃতীয় শ্রেণীতে অধ্যয়নের সময় তিনি শোনিত কুয়রী নাটকে কুজী বুড়ীর চরিত্রে অভিনয় করেন।
- ১৯৬৫ সনে তিনি তেজপুর মাল্টিপার্পস গার্ল্স হাই স্কুলের পক্ষ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।[2]
- তেজপুর বাণ থিয়েটারে ভোগজরা নামক নাটকে অভিনয় করেন। চন্দ্রধর গোস্বামী, নটসূর্য ফণী শর্মা, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা ইত্যাদি প্রসিদ্ধ ব্যক্তির সঙ্গে 'সিরাজ', 'চাণক্য', 'নাগরাজ বাসুকী', 'মহীজীবি' ইত্যাদি নাটকে একসঙ্গে অভিনয় করেন।
- ১৯৭২ সনে গুয়াহাটি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য মহোৎসবে দরং কলেজের প্রতিনিধিত্ব করে প্রফুল্ল বড়া রচিত খিহতে শিঁওড়ে নাটকে স্বর্নপদক লাভ করেন।
- ১৯৭৫ সনে নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবন ও আই.আই.ফাস্ক মঞ্চস্থ হওয়া ফাটিমা বিবির ঘর নামক নাটকে অংশ গ্রহণ করেন।
- তেজপুর সংগীত নাটকম গোষ্ঠী অসমের বিভিন্ন স্থানে মঞ্চস্থ করা প্রফুল্ল বরার উপপথ নামক নাটকে তিনি ঠাকুমার চরিত্র অভিয়ন করেন।
- ১৯৭৫ সনের ৩১ অক্টোবরে সাংস্কৃতিক সঞ্চালকালয়ের নাট্য শাখায় একজন নাট্য শিল্পীরুপে যোগদান করেন।
- দূরদর্শনে প্রচারিত লুইত কোয়র রুদ্র বরুয়া পরিচালিত নৃত্য নাটকে অংশ গ্রহণ করেন।
- ১৯৭৫ সনে কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত অখিল ভারতীয় লোক-সংগীত মহোৎসবে তিনি অসমের অন্যান্য শিল্পীর সহিত লোকগীত শাখায় অংশ গ্রহণ করেন।
- ১৯৭৬ সনে দিল্লীর শ্রীরাম সেন্টারে মঞ্চায়িত, অতুল বরদলৈ ও দুলাল বায় রচিত বৃক্ষর খোঁজ নাটকে মূখ্য অভিনেত্রী বাগী চরিত্রে অভিনয় করেন। উল্লেখযোগ্য যে বিভিন্ন মঞ্চে এই নাটকটি ৫০অধিক বার অভিনীত হয়েছিল।
- উক্ত বছরে দিল্লীর কালামন্দিরে অনুষ্ঠিত অখিল ভারতীয় নাট্য মহোৎসবে শ্রেষ্ঠ নাটকের সম্মান লাভ করা সরকারী ইন্সপেক্টর নাটকে অভিনয় করেন।
- ১৯৮৬ সনে আপনা উৎসবে অংশগ্রহণ করেন। এই সময়ে রেকিবুল আহমেদের নিকট জিকির ও নরেন্দ্র শর্মার থেকে নৃত্যের প্রশিক্ষন নেন।
- ১৯৭৩ সনে অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকের রাষ্ট্রীয় বিদ্যালয়ে আয়োজন করা নাট্য কর্মশালার প্রত্যেকটি নাটকে অংশ গ্রহণ করেন।
- ১৯৯২ সনে দিল্লীর রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় ও আই.আই.ফাস্ক হলে অনুষ্ঠিত দুলাল রয় পরিচালিত কেলিন্দা নাটকে সিজনিয়ার চরিত্রে অভিনয় করেন।
- ১৯৯৫ সনে SAARC অনুষ্ঠিত লোক-নৃত্য মহোৎসবে একজন লোক-নৃত্য শিল্পী রুপে অংশ গ্রহণ করেন।
- ভুবেনেশ্বর সুর্ষ মন্দিরে অনুষ্ঠিত কোনার্ক লোক-নৃত্য মহোৎসবে তিনি লোক-শিল্পী রুপে অংশ গ্রহণ করেন।
- ১৯৯৫ সনে জাহ্নু বরুয়ার নির্দেশনায় তিনি Film Appreciation course-এর সফলভাবে প্রশিক্ষন গ্রহণ করেন।[2]
অভিনয় করা উল্লেখযোগ্য নাটক
ক্রম | নাট | নাট্যকার |
---|---|---|
১ | আহার | অরুণ শর্মা |
২ | জন্ম | মহেন্দ্র বরঠাকুর |
৩ | শুনা জন্মেজয় | আদ্য রঙাচারী |
৪ | ভোটাই ডেকা | সারদা বরদলৈ |
৫ | এটি চোলার কাহিনী | আলি হাইদর |
৬ | লিলি অ’ লিলি | হরেন্দ্র নাথ ভূঞা |
৭ | আর্মছ এণ্ড দ্য মেন | জি. বি. শ্বেও |
৮ | অভার ব্রীজ | প্রবীণ ফুকন |
৯ | মহারজা | সতীশ ভট্টাচার্য্য |
১০ | পরশুরাম | অরুণ শর্মা[2] |
আকাশবানীতে প্রচারিত নাটক
নাট | চরিত্র | নাট্যকার | তথ্য |
---|---|---|---|
গোবরদ্ধন চরিত | মাইনা | তরুণ শইকীয়া | বর্ষ - ১৯৭৬, নির্দেশক - নীলু চক্ররর্তী |
কাঠফুলা | বেদনা | আব্দুল মালিক | নির্দেশক - ধীরু ভূঞা |
মাইনা সংবাদ | তরুণ শইকীয়া | ।[2] |
নাটক নির্দেশনা
চেতনা দাসের নির্দেশিত নাটক[2]
নাট | নাট্যকার |
---|---|
অজীণ পাটকী | দিনেশ শর্মা |
মাজনী | জেউতি বরা |
পোহর | বসন্ত খনিকর |
মহে গুণ গুণ করে | লক্ষীনন্দন বরা |
প্রজাপতি নিবন্ধন | চেতনা দাস |
চলচ্চিত্র
বর্ষ | চলচ্চিত্রের নাম |
---|---|
১৯৭৩ | বনরীয়া ফুল |
১৯৭৩ | অভিযান |
১৯৭৬ | সূর্য গ্রহণ |
১৯৭৮ | কল্লোল |
১৯৮০ | ইন্দিরা |
১৯৮০ | আজলী নবৌ |
১৯৮৪ | মানিক রইটং |
১৯৮৪ | ককাদেউতা নাতি আরু হাতী |
১৯৮৫ | অগ্নিস্নান |
১৯৮৬ | পাপরি |
১৯৮৮ | কোলাহল |
১৯৯২ | ফিরিঙতি |
১৯৯৪ | মীমাংসা |
১৯৯৬ | অদাহ্য |
১৯৯৮ | দিল সে |
অন্যান্য
হিন্দী ধারাবাহিক কামরুপ কি কাহিনীতে অভিয়ন করেছেন। অসমীয়া সাংস্কৃতিতে অবদান থাকার জন্য ডঃ আম্বেদকার পুরস্কার লাভ । অসমীয়া হিয়া দিয়া নিয়া চলচ্চিত্র মুনলাইট মিডিয়া স্পেডিয়াল পুরস্কার লাভ করেন।
জড়িত থাকা কেন্দ্রসমূহ
চেতনা দাস অনেক কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্রের সহিত জড়িত ছিলেন। সাংস্কৃতিক কেন্দ্রসমূহের নাম:
- মিতালী কলা কেন্দ্র
- অক্যাতন
- ভারতীয় গণ নাট্য সংঘ
- সৌভিক
- নাটশালা
- প্রগতি
- সমলয়
- নিউ আর্ট প্লেয়ার্ছ
- মঞ্চলোক
- বরপেটা ফুকন নাট্য মন্দির
- মিলন মন্দির
- শিবসাগর নাট্য মন্দির
- কামরূপীয়া সনাতন ধর্ম মণ্ডলী
- শৃগাল
- বাণ থিয়েটার
- মাজগাঁও শঙ্কর মন্দির[2]
তথ্যসূত্র
- Tania Gogoi (৩০ জানুয়ারি ২০১০)। "Chetana Das – Indian Actress from Assam"। SpiderWorks Technologies Pvt Ltd., Kochi, India। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১২।
- "রূপালী পর্দাত চেতনা দাসর বষয়ে"। www.webxindia.com। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১২।
- "IMDbত চেতনা দাসর বিষয়ে"। IMDb.com, Inc.। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.