চুরাম্‌ফা

চাওফা চ্যু-রাম-ফা ইংরেজি: Suramphaa আহোম রাজপাটে বসেন ১৬৪১ খ্রিস্টাব্দে। ইনি স্বর্গদেউ প্রতাপ সিংহ-এর বড় ছেলে ছিলেন। ইনি সময় না হতেই রাজা হয়েছিলেন। সেইজন্য তিনি ভগারাজা নামেও পরিচিত ছিলেন।[1] এই রাজা নৈতিকতাবিহীন ছিলেন। ইনি এক চুতীয়া মানু্ষকে বধ করিয়ে তাঁর তিরোতাজনী নিয়ে আসেন। এই তিরোতাজনীর সাথে ভাতিজা এক ছেলেও আনেন। রাজার পুত্র না থাকায় তাকে পুত্রবৎ পরম স্নেহ করে রাজা করতে মনস্থ করেন। পরে ছেলেটির রাজা হওয়ার আগেই মৃত্যু হয়েছিল। চুতীয়া তিরোতাজনীর কথামতে ছেলেটিকে মৈদামে সমাধি দিতে ভগারাজা বড়োয়াদের একটি ছেলেকে খুঁজছিলেন। এখানে বড়োয়ারা অসন্তুষ্ট হয়ে চুরাম্‌ফাকে রাজপদ থেকে সরিয়ে চুত্যেন্‌ফাকে রাজা করে। চুরাম্‌ফাকে দূরের পাহাড়ে নিয়ে গিয়ে সেখানে থাকতে দেওয়া হয়েছিল; এবং কিছুদিন পরে তাঁকে সেখানে বধ করা হয়েছিল।[1] ভগারাজার সময়ের প্রধান কাজ হচ্ছে শালগুড়ি আলি নির্মাণ।

চাওফা চ্যু-রাম-ফা
চাওফা
আসামের রাজা
রাজত্ব১৬৪১ – ১৬৪৪ খ্রিস্টাব্দ
পূর্বসূরিপ্রতাপ সিংহ
উত্তরসূরিচুত্যেন্‌ফা
পূর্ণ নাম
চাওফা চ্যু-রাম-ফা
রাজবংশছ্যু ফৈদ , আহোম রাজবংশ
পিতাপ্রতাপ সিংহ
ধর্মআহোম ধর্ম

তথ্যসূত্র

  1. ভূপেন্দ্রনাথ চৌধুরী (১৯৯৫)। সোনার আসাম। গুয়াহাটি: শ্রী খগেন্দ্রনারায়ণ দত্তবরুয়া; লয়ার্ছ বুক স্টল, পাণবাজার, গুয়াহাটি। পৃষ্ঠা ৬৪, ৬৫ পৃষ্ঠা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.