চীনের প্রশাসনিক বিভাজন

পূর্ব এশিয়ার রাষ্ট্র গণচীনকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ স্তরে প্রদেশ,স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্রশাসিত পৌরসভাতে বিভক্ত। প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য জেলা, স্বায়ত্তশাসিত এবং শহরে বিভক্ত। জেলাগুলি স্বশাসিত জেলা এবং শহর মহকুমা, সংখ্যালঘু জাতির মহকুমা এবং ক্ষুদ্র নগরে বিভক্ত। প্রয়োজন হলে রাষ্ট্র বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে।

চীনের প্রশাসনিক বিভাজন

বর্তমানে চীনে ৪টি কেন্দ্রশাসিত পৌরসভা, ২৩টি প্রদেশ,পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চলনসহ মোট ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট আছে।

৪টি কেন্দ্রশাসিত মহানগর হল বেইজিং, সাংহাই, থিয়েনচিনছুংছিং

২৩টি প্রদেশ নিম্নরূপ:

প্রদেশসংক্ষিপ্ত নামরাজধানী
হপেইচি  সিচিয়াচুয়াং
শানসিচিনথাইউয়েন
লিয়াওনিংলিয়াওসেনইয়াং
চিলিনচিছাংছুন
হেইলুংচিয়াংহেইহারপিন
চিয়াংসুসুনানচিং
চচিয়াংহাংচৌ
আনহুইওয়ানহফেই
ফুচিয়েনমিনফুচৌ
চিয়াংসিক্যাননানছাং
শানতুংলুচিনান
হনানইউয়ুচেনচৌ
হুপেইএ্যউহান
হুনানসিয়াংছাংশা
কুয়াংতুংইয়োকুয়াংচৌ
হাইনানছোংহাইখৌ
সিছুয়ানছুয়ান বা শুছেংতু
কুইচৌছিয়েন বা কুইকুইইয়াং
ইউন্নানতিয়েন বা ইউয়ুনখুনমিং
শাআনশিশ্যান বা ছিনসি আন
কানসুক্যান বা লুংলানচৌ
ছিংহাইছিংসিনিং
থাইওয়ান (বিতর্কিত)থাইথাইপেই

৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল নিচের মতন:

স্বায়ত্তশাসিত অঞ্চলসংক্ষিপ্ত নামরাজধানী
অন্তর্দেশীয় মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলঅন্তমঙ্গোলিয়াহুহাওট
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলচাংলাসা
কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলকুইনাননিং
নিংশিয়া হুইজাতি স্বায়ত্তশাসিত অঞ্চলনিংইনছুয়ান
শিনচিয়াং উইগুরজাতি স্বায়ত্তশাসিত অঞ্চলসিনউরুমুচি

এছাড়াও হংকংমাকাউ নামের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চল আছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.