চিশতিয়া তরিকা
চিশতিয়া ত্বরিকা (ফার্সি: چشتی - Čištī) (আরবি: ششتى - Shishti) হল ইসলাম ধর্মের একটি সুফি তরিকা। বর্তমান আফগানিস্তানের হেরাতের নিকটবর্তী ক্ষুদ্র শহর চিশতে ৯৩০ সালের দিকে এই ধারার উদ্ভব হয়। এতে ভালবাসা, সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্বারোপ করা হয়।[1]
সুফিবাদ এবং তরিকা |
---|
প্রবেশদ্বার |
ইসলাম |
---|
বিষয়ক ধারাবাহিক নিবন্ধের অংশ |
|
মূলত আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় এই তরিকার অনুসরণ করা হয়। এটি প্রথম চারটি প্রধান সুফি তরিকার (চিশতিয়া, কাদেরিয়া, মোজাদ্দেদীয়া ও নকশবন্দি) অন্যতম। ১২ শতকের মধ্যভাগে মইনুদ্দিন চিশতি লাহোর ও আজমিরে এই তরিকা আনয়ন করেন। চিশতি তরিকার প্রতিষ্ঠাতা আবু ইশক শামির পর তিনি এই ধারার অষ্টম ব্যক্তি। বর্তমানে এই তরিকার বেশ কিছু শাখা রয়েছে।[2]
গত শতকে এই তরিকা আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার বাইরে বিস্তার লাভ করেছে। চিশতি শিক্ষকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় তাদের কেন্দ্র স্থাপন করেছেন।
সিলসিলা
চিশতিয়া তরিকার শাজরা শরিফ:
- নবি মুহাম্মদ
- খলিফা আলী
- হাসান বসরী
- আব্দুল ওয়াহিদ ইবনে যাইদ
- আল-ফুযাইল ইবনে আইয়াদ
- ইব্রাহিম ইবনে আদহাম বালখী
- খাজা সাজিদ উদ্দিন হুজায়ফা আল মারাশি
- আবু হুবায়রা আল বসরি
- খাজা মুমশাদ উলু আদ-দিনাওয়ারি
- আবু ইসহাক শামী
- আবু আহমদ আবদাল চিশতি
- খাজা আবু মুহাম্মাদ চিশতি
- খাজা আবু ইউসুফ নাসিরউদ্দীন ইবনে সামনান
- খাজা মাওদুদ চিশতি
- খাজা হাজি শরীফ জান্দানি
- খাজা উসমান হারুনী
- খাজা মঈনুদ্দিন চিশতী
- খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
- খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার
ফরিদউদ্দিন মাসুদের পর চিশতী তরিকা দুটি শাখায় বিভক্ত হয়ে যায়:
- চিশতিয়া নিজামী যারা নিজামুদ্দিন আউলিয়াকে অনুসরণ করেন। (নিজামী/নিজামিয়া শাখা)
- চিশতিয়া সাবরি, যারা আলাউদ্দিন সাবির কলয়রীকে অনুসরণ করেন (সাবিরি/সাবরিয়া শাখা)
তথ্যসূত্র
- Ernst, Carl W. and Lawrence, Bruce B. (2002) Sufi Martyrs of Love: The Chishti Order in South Asia and Beyond Palgrave Macmillan, New York, p. 1 আইএসবিএন ১-৪০৩৯-৬০২৬-৭
- Rozehnal, Robert. Islamic Sufism Unbound: Politics and Piety in Twenty-First Century Pakistan. Palgrave MacMillan, 2007. Print.
- Haeri, Muneera (2000) The Chishtis: a living light Oxford University Press, Oxford, UK, আইএসবিএন ০-১৯-৫৭৯৩২৭-৭
- Ernst, Carl W. and Lawrence, Bruce B. (2002) Sufi Martyrs of Love: The Chishti Order in South Asia and Beyond Palgrave Macmillan, New York, আইএসবিএন ১-৪০৩৯-৬০২৬-৭. Excerpts
- Farīdī, Iḥtishāmuddīn (1992) Tārīk̲h̲-i iblāg̲h̲-i Cisht Āl Inḍiyā Baz-i Ḥanafī, Delhi, OCLC 29752219 in Urdu with biographies
- Āryā, Ghulām ‘Alī (2004) Ṭarīqah-i Chishtīyah dar Hind va Pākistān: ta’līf-i Ghulām‘alī Āryā Zavvār, Tehran, আইএসবিএন ৯৬৪-৪০১-২০০-৩ in Persian
বহিঃসংযোগ
- http://www.sufiajmer.net/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুলাই ২০১৫ তারিখে
- http://www.deenislam.com