চিলি ফুটবল ফেডারেশন

চিলি ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación de Fútbol de Chile, ইংরেজি: Football Federation of Chile; এছাড়াও সংক্ষেপে এফএফসিএইচ নামে পরিচিত) হচ্ছে চিলির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৫ সালের ১৯শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২১ বছর পর ১৯১৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর চিলির রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত।

চিলি ফুটবল ফেডারেশন
কনমেবল
প্রতিষ্ঠিত১৯ জুন ১৮৯৫ (1895-06-19)[1]
সদর দপ্তরসান্তিয়াগো, চিলি
ফিফা অধিভুক্তি১৯১৩[1]
কনমেবল অধিভুক্তি১৯১৬
সভাপতিচিলি পাবলো মিলাদ
সহ-সভাপতিচিলি হুস্তো আলবারেস
ওয়েবসাইটwww.anfp.cl

এই সংস্থাটি চিলির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে চিলীয় প্রিমিয়ার বিভাগ, চিলীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কোপা চিলির মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে চিলি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পাবলো মিলাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হোর্হে ইয়ুনহে।

কর্মকর্তা

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিপাবলো মিলাদ
সহ-সভাপতিহুস্তো আলবারেস
সাধারণ সম্পাদকহোর্হে ইয়ুনহে
কোষাধ্যক্ষএলিয়াস বিস্তোসো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকএক্তোর ওলাবে
প্রযুক্তিগত পরিচালকদিয়েগো কারমি
ফুটসাল সমন্বয়কারীলুইস আলবার্তো রামিরেস
জাতীয় দলের কোচ (পুরুষ)রেইনালদো রুয়েদা
জাতীয় দলের কোচ (নারী)হোসে লেতেলিয়ের
রেফারি সমন্বয়কারীহোর্হে আন্তোনিও আলদুনাতে

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.