চিত্রালী

চিত্রালী একটি বাংলা চলচ্চিত্র পত্রিকা। এটি পাকিস্তান আমলে ১৯৫২ সালে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ পারভেজ (এস, এম পারভেজ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটির প্রকাশক ছিল "অবজার্ভার হাউজ"। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, প্রতি শুক্রবারে প্রকাশিত হতো। পত্রিকাটি খুব জনপ্রিয় ছিল। সৈয়দ শামসুল হক এ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। চিত্রালীর পাঠক-পাঠিকাদের সংগঠন গড়ে উঠেছিল। এর নাম ছিল "চিপাচস"।[1] বর্তমানে এই সাপ্তাহিক বন্ধ আছে।

পত্রিকার বিবরণ

'চিত্রালী 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। এটি সাহিত্য-সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ছিল। ষাটের দশকের শেষ ও সত্তরের দশকের গোড়ার দিকে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পত্রিকা ছিল 'চিত্রালী'। চলচ্চিত্র তারকাদের খবর, তাদের নিয়ে গুজব-গুঞ্জন, দেশের ও বিদেশের চলচ্চিত্র সংবাদ, নিবন্ধ, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে কলাম, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের খবর এগুলোতে ছিল। সত্তর দশকে এ পত্রিকা শীর্ষ স্থানে ছিলো। ১৯৮০ সালের শেষ দিক থেকে বিনোদন ম্যাগাজিনের চাপে এবং অবজারভার হাউসে মালিক-শ্রমিক বিরোধে পত্রিকাটি অনেক দিন কষ্ট করে চলার পর বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পরে মালিক পক্ষ এটি আর চালু করে নি।[2][3][4][5][6]

তথ্যসূত্র

  1. "'চিত্রালী'র চিত্রাবলী -রশীদ হায়দার"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪
  2. বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পত্রিকা ছিল, 'চিত্রালী'। "বিজ্ঞাপন যেভাবে শুরু"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১
  3. তখনকার সিনেমা পত্রিকা, 'চিত্রালী' বা 'পূর্বাণী' এগুলো পড়তেন তিনি (২০১৮-০৫-২৭)। "এ সপ্তাহের সাক্ষাৎকার" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১
  4. দুটো পত্রিকায় সিনেমা জগতের খবর পাওয়া যেত।, একটি ‘চিত্রালী’, অন্যটি ‘পূর্বাণী’।। "ববিতা হয়ে ওঠেন অনেকের হৃৎস্পন্দন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১
  5. চিত্রালী পত্রিকা থেকে সাক্ষাৎকার নিতে গিয়ে, আলী যাকেরের সঙ্গে পরিচয় হল। "অভিনয়ের আগ্রহ মরে গেছে আসাদুজ্জামান নূরের"banglanews24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১
  6. ‘চিত্রালী’ পত্রিকায় তিনি বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন। "সংবাদকর্মী থেকে বিনোদন জগতের তারকা"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.