চিত্রদুর্গ জেলা
চিত্রদুর্গ জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷[2] জেলাটির জেলাসদর চিত্রদুর্গ শহরে অবস্থিত। এখানে চিত্রকালদুর্গ নামে একটি বিশাল উঁচু ছাতার আকৃতির পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাম অনুসারেই চিত্রদুর্গ নাম। জেলাটির ঐতিহ্য রামায়ণ ও মহাভারত কালীন। ব্রিটিশ সময়কালীন ইঙ্গ অপভ্রংশে এই জায়গাটির নাম হয় চিতলদ্রুগ। কর্নাটকে সাম্রাজ্য বিস্তার করা প্রায় সমস্ত রাজবংশই চিত্রদুর্গে শাসন করেছিলেন৷
চিত্রদুর্গ জেলা ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ | |
---|---|
কর্ণাটকের জেলা | |
কর্ণাটক রাজ্যে চিত্রদুর্গ জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ১৪.০০° উত্তর ৭৬.৫০° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
সদর | চিত্রদুর্গ |
তালুক | চিত্রদুর্গ, হিরিয়ুর, হোসদুর্গ, মোলাকালমুরু, চাল্লকেরে, হোলালকেরে |
সরকার | |
• ডেপুটি কমিশনার | বিনোদ প্রিয়, আইএএস |
• সাংসদ | এ. নারায়ণস্বামী |
আয়তন[1] | |
• মোট | ৮,৪৪০ বর্গকিমি (৩,২৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১৬,৫৯,৪৫৬ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | কন্নড়, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৫৭৭ ৫০১, ৫০২ |
টেলিফোন কোড | + ৯১ (৮১৯৪) |
যানবাহন নিবন্ধন | চিত্রদুর্গ: KA-16 (কেএ-১৬) |
লিঙ্গানুপাত | ১.০৪৭ ♂/♀ |
সাক্ষরতা | ৭৩.৭১% |
লোকসভা নির্বাচন কেন্দ্র | চিত্রদুর্গ |
বৃষ্টিপাত | ৫২২ মিলিমিটার (২০.৬ ইঞ্চি) |
ওয়েবসাইট | chitradurga |
ভূগোল
সমগ্র জেলাটিই বেদবতী নদী এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত তুঙ্গভদ্রা নদীর উপত্যকায় অবস্থিত। জেলাটির উত্তর-পশ্চিম দিকে রয়েছে বেল্লারী জেলা, পশ্চিম দিকে রয়েছে দাবণগেরে জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে চিকমাগালুর জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তুমকুর জেলা এবং পূর্ব দিকে রয়েছে পাবাগাড়া তালুক (তুমকুর জেলা) ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলা।
জনতত্ত্ব
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে চিত্রদুর্গ জেলার মোট জনসংখ্যা ছিল ১৬,৫৯,৪৫৬ জন,[3] যা গিনি-বিসাউ রাষ্ট্রের [4] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের জনসংখ্যার সমতুল্য। [5] ২০১১ খ্রিস্টাব্দে ভারতে মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে এই জেলাটির স্থান ২৯৭তম;[3] জেলাটি জনঘনত্ব ১৯৭ জন প্রতি বর্গকিলোমিটার (৫১০ জন/বর্গমাইল)। [3] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৯.৩৯ শতাংশ। [3] চিত্রদুর্গ জেলায় প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ৯৬৯ জন। [3] জেলাটির সর্বমোট সাক্ষরতার হার ৭৩.৭১ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮১.৩৭ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৫.৮৮ শতাংশ। [3]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ৩,৫৪,৩০৮ | — |
১৯১১ | ৩,৯৩,৯৫৩ | +১.০৭% |
১৯২১ | ৪,০৮,৫৮৮ | +০.৩৭% |
১৯৩১ | ৪,৬২,৯৫৩ | +১.২৬% |
১৯৪১ | ৫,০৫,৫৬৫ | +০.৮৮% |
১৯৫১ | ৫,৮৮,৪৯৭ | +১.৫৩% |
১৯৬১ | ৭,৪১,৩৪৪ | +২.৩৪% |
১৯৭১ | ৮,৯৯,২৫৭ | +১.৯৫% |
১৯৮১ | ১০,৮৯,৩০৪ | +১.৯৪% |
১৯৯১ | ১৩,১২,৭১৭ | +১.৮৮% |
২০০১ | ১৫,১৭,৮৯৬ | +১.৪৬% |
২০১১ | ১৬,৫৯,৪৫৬ | +০.৯% |
উৎস:[6] |
অর্থনীতি
২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় চিত্রদুর্গ জেলাটিকে ভারতের ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [7] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে চিত্রদুর্গ অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[7]
তথ্যসূত্র
- "District at a Glance"। Chitradurga district website। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১১।
- চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Chitaldrug"। ব্রিটিশ বিশ্বকোষ। 6 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 247।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Guinea-Bissau 1,596,677 July 2011 est.
- "2010 Resident Population Data"। U.S. Census Bureau। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Idaho 1,567,582
- Decadal Variation In Population Since 1901
- Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।