চিত্রদুর্গ জেলা

চিত্রদুর্গ জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷[2] জেলাটির জেলাসদর চিত্রদুর্গ শহরে অবস্থিত। এখানে চিত্রকালদুর্গ নামে একটি বিশাল উঁচু ছাতার আকৃতির পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাম অনুসারেই চিত্রদুর্গ নাম। জেলাটির ঐতিহ্য রামায়ণ ও মহাভারত কালীন। ব্রিটিশ সময়কালীন ইঙ্গ অপভ্রংশে এই জায়গাটির নাম হয় চিতলদ্রুগ। কর্নাটকে সাম্রাজ্য বিস্তার করা প্রায় সমস্ত রাজবংশই চিত্রদুর্গে শাসন করেছিলেন৷

চিত্রদুর্গ জেলা
ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ
কর্ণাটকের জেলা
চিত্রদুর্গ কেল্লা
কর্ণাটক রাজ্যে চিত্রদুর্গ জেলার অবস্থান
স্থানাঙ্ক: ১৪.০০° উত্তর ৭৬.৫০° পূর্ব / 14.00; 76.50
রাষ্ট্র ভারত
সদরচিত্রদুর্গ
তালুকচিত্রদুর্গ, হিরিয়ুর, হোসদুর্গ, মোলাকালমুরু, চাল্লকেরে, হোলালকেরে
সরকার
  ডেপুটি কমিশনারবিনোদ প্রিয়, আইএএস
  সাংসদএ. নারায়ণস্বামী
আয়তন[1]
  মোট৮,৪৪০ বর্গকিমি (৩,২৬০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১৬,৫৯,৪৫৬
  জনঘনত্ব২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিককন্নড়, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৫৭৭ ৫০১, ৫০২
টেলিফোন কোড+ ৯১ (৮১৯৪)
যানবাহন নিবন্ধনচিত্রদুর্গ: KA-16 (কেএ-১৬)
লিঙ্গানুপাত১.০৪৭ /
সাক্ষরতা৭৩.৭১%
লোকসভা নির্বাচন কেন্দ্রচিত্রদুর্গ
বৃষ্টিপাত৫২২ মিলিমিটার (২০.৬ ইঞ্চি)
ওয়েবসাইটchitradurga.nic.in

ভূগোল

সমগ্র জেলাটিই বেদবতী নদী এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত তুঙ্গভদ্রা নদীর উপত্যকায় অবস্থিত। জেলাটির উত্তর-পশ্চিম দিকে রয়েছে বেল্লারী জেলা, পশ্চিম দিকে রয়েছে দাবণগেরে জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে চিকমাগালুর জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তুমকুর জেলা এবং পূর্ব দিকে রয়েছে পাবাগাড়া তালুক (তুমকুর জেলা) ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলা

জনতত্ত্ব

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে চিত্রদুর্গ জেলার মোট জনসংখ্যা ছিল ১৬,৫৯,৪৫৬ জন,[3] যা গিনি-বিসাউ রাষ্ট্রের [4] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের জনসংখ্যার সমতুল্য। [5] ২০১১ খ্রিস্টাব্দে ভারতে মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে এই জেলাটির স্থান ২৯৭তম;[3] জেলাটি জনঘনত্ব ১৯৭ জন প্রতি বর্গকিলোমিটার (৫১০ জন/বর্গমাইল)[3]‌ ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৯.৩৯ শতাংশ। [3] চিত্রদুর্গ জেলায় প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ৯৬৯ জন। [3] জেলাটির সর্বমোট সাক্ষরতার হার ৭৩.৭১ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮১.৩৭ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৫.৮৮ শতাংশ। [3]

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.ব.প্র. ±%
১৯০১৩,৫৪,৩০৮    
১৯১১৩,৯৩,৯৫৩+১.০৭%
১৯২১৪,০৮,৫৮৮+০.৩৭%
১৯৩১৪,৬২,৯৫৩+১.২৬%
১৯৪১৫,০৫,৫৬৫+০.৮৮%
১৯৫১৫,৮৮,৪৯৭+১.৫৩%
১৯৬১৭,৪১,৩৪৪+২.৩৪%
১৯৭১৮,৯৯,২৫৭+১.৯৫%
১৯৮১১০,৮৯,৩০৪+১.৯৪%
১৯৯১১৩,১২,৭১৭+১.৮৮%
২০০১১৫,১৭,৮৯৬+১.৪৬%
২০১১১৬,৫৯,৪৫৬+০.৯%
উৎস:[6]

অর্থনীতি

২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় চিত্রদুর্গ জেলাটিকে ভারতের ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [7] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে চিত্রদুর্গ অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[7]

তথ্যসূত্র

  1. "District at a Glance"। Chitradurga district website। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১১
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Chitaldrug"। ব্রিটিশ বিশ্বকোষ6 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 247।
  3. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  4. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Guinea-Bissau 1,596,677 July 2011 est.
  5. "2010 Resident Population Data"। U.S. Census Bureau। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Idaho 1,567,582
  6. Decadal Variation In Population Since 1901
  7. Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.