চিত্রকূট
চিত্রকোট (ইংরেজি: Chitrakoot) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের সাতনা জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।
চিত্রকোট | |
---|---|
শহর | |
চিত্রকোট | |
স্থানাঙ্ক: ২৫.০০° উত্তর ৮০.৮৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্য প্রদেশ |
জেলা | সাতনা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২২,২৯৪ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক অবস্থান
এটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তে মধ্যপ্রদেশের অংশে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চিত্রকোট শহরের জনসংখ্যা হল ২২,২৯৪ জন।[1] এর মধ্যে পুরুষ ৫৭% এবং নারী ৪৩%।
এখানে সাক্ষরতার হার ৫০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৩% এবং নারীদের মধ্যে এই হার ৩৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চিত্রকোট এর সাক্ষরতার হার কম।
এই শহরের জনসংখ্যার ১৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
ধর্মীয় তাৎপর্য
রামায়ণ অনুসারে ১৪ বছর বনবাসে থাকার সময় চিত্রকূটেই সাড়ে ১১ বছর ছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। চিত্রকূটকে মধ্যপ্রদেশের ধর্মীয় শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী ।[2]
পরিবহন
রেলপথে
এটি মধ্যপ্রদেশের অংশে অবস্থিত হলেও এর রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত। স্টেশনটি হচ্ছে চিত্রকূট ধাম কার্বি । এখানে একক বৈদ্যুতিক লাইন রয়েছে। হাওড়া- গোয়ালিওর চম্বল এক্সপ্রেস এ এখানে সরাসরি যাওয়া যায় ।
আকাশপথে
এখানে চিত্রকূট বিমানবন্দর রয়েছে।
তথ্যসূত্র
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- "Lord Ram on Exile"।