চিড়িয়াখানা (চলচ্চিত্র)
চিড়িয়াখানা[1] সত্যজিৎ রায় পরিচালিত ১৯৬৭ খ্রিষ্টাব্দের একটি বাংলা চলচ্চিত্র। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সিনেমায় ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস থেকেই এর কাহিনী নেয়া হয়।[2][3]
চিড়িয়াখানা | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | হরেন্দ্রনাথ ভট্টাচার্য্য |
রচয়িতা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার |
সুরকার | সত্যজিৎ রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
প্রযোজনা কোম্পানি | স্টার প্রোডাকসন্স |
পরিবেশক | বলাকা পিকচার্স |
মুক্তি | ২৯শে সেপ্টেম্বর, ১৯৬৭ |
দৈর্ঘ্য | ১২৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- উত্তম কুমার - ব্যোমকেশ বক্সী চরিত্রে
- শৈলেন মুখোপাধ্যায় - অজিত বন্দ্যোপাধ্যায় চরিত্রে
- কালিপদ চক্রবর্তী - রসিকলাল চরিত্রে
- জহর গাঙ্গুলি - রমেন মল্লিক চরিত্রে
- শুভেন্দু চট্টোপাধ্যায় - বিজয় চরিত্রে
- বঙ্কিম ঘোষ - ব্রজদাস চরিত্রে
- নৃপতি চট্টোপাধ্যায় - মুশকিল মিঞা চরিত্রে
- কণিকা মজুমদার - দময়ন্তী চরিত্রে
- শ্যামল ঘোষাল - ডাঃ ভুজঙ্গধর দাস চরিত্রে
সঙ্গীত
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সত্যজিৎ রায়, গানের কথা লিখেছেন তিনিই ।
তালিকা
# | গান | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|
১ | ভালবাসার তুমি কী জানো | নমিতা ঘোষাল | ০৩:৩৭ |
২ | সেতার (রাগ মালকোষ) | কল্যাণী রায় | ০৩:৪৩ |
পুরস্কার
পুরস্কার | বিভাগ | বিজয়ী | ফলাফল |
---|---|---|---|
পঞ্চদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | সত্যজিৎ রায় | বিজয়ী |
শ্রেষ্ঠ অভিনেতা[4][5][6] | উত্তম কুমার | বিজয়ী |
তথ্যসূত্র
- Bhattacharya Supriya (১ সেপ্টেম্বর ২০০৯)। Impressions 8, 2/E। Pearson Education India। পৃষ্ঠা 1–। আইএসবিএন 978-81-317-2777-5। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২।
- Andrew Robinson (১৯৮৯)। Satyajit Ray: The Inner Eye। University of California Press। পৃষ্ঠা 231–। আইএসবিএন 978-0-520-06946-6। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২।
- "চিড়িয়াখানার তুমি কী জানো"। আনন্দবাজার পত্রিকা। ২০২১-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
- "'ফ্লপমাস্টার' থেকে 'মহানায়ক'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৪-০৭-২৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- "ইন্দিরা সিনেমায় সত্যজিতের ভাবনায় তৈরি করা হয় 'নায়ক' ছবির ব্যানার"। দ্য ওয়াল (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
- কর, প্রদীপ; ডটকম, বিডিনিউজ টুয়েন্টিফোর। "কে পারতেন আর, উত্তমকুমার ছাড়া?"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.