চিকিৎসাবিজ্ঞানের রূপরেখা
নিচের রূপরেখাটি চিকিৎসাবিজ্ঞানের একটি সার্বিক চিত্র ও বিষয়ভিত্তিক নির্দেশিকা হিসেবে প্রদান করা হল। চিকিৎসাবিজ্ঞান – আরোগ্য, রোগ নিরাময় বা রোগমুক্তির বিজ্ঞান। রোগের চিকিৎসা ও প্রতিরোধ করে সুস্বাস্থ্য বজায় রাখার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যাবতীয় বিচিত্র পেশাদারী বা বৃত্তিমূলক কর্মকাণ্ড চিকিৎসাবিজ্ঞানের আওতায় পড়েছে।
লক্ষ্য
- নিরাময় বা আরোগ্য
- স্বাস্থ্য
- শারীরসাম্য বা সুস্থিতি
- চিকিৎসা নীতিশাস্ত্র
- রোগ প্রতিরোধ
- উপশম
চিকিৎসাবিজ্ঞানের শাখাসমূহ
- অবেদনবিজ্ঞান – শল্যচিকিৎসাতে রোগীর অস্ত্রোপচারের আগে, চলাকালীন সময় ও পরে রোগীর ব্যথা লাঘব ও সম্পূর্ণ শুশ্রুষার সাথে সংশ্লিষ্ট চিকিৎসাবিজ্ঞানের শাখা
- হৃদবিজ্ঞান বা হৃদরোগবিজ্ঞান – হৃৎপিণ্ড ও রক্তবাহসমূহের অনিয়ম বা রোগ সংক্রান্ত চিকিৎসাবিজ্ঞানের শাখা
- সঙ্কটকালীন সেবা চিকিৎসাবিজ্ঞান – গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় সেবা ও জীবন রক্ষার উপর কেন্দ্রীভূত চিকিৎসাবিজ্ঞানের শাখা
- দন্তবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় দাঁতসহ মুখগহ্বরের রোগের চিকিৎসা নিয়ে গবেষণা করা হয়।
- চর্মবিজ্ঞান – ত্বক বা চর্ম, চুল এবং নখের সাথে সংশ্লিষ্ট চিকিৎসাবিজ্ঞানের শাখা
- জরুরি চিকিৎসাবিজ্ঞান – জরুরি বিভাগে প্রদেয় সেবার উপরে কেন্দ্রীভূত চিকিৎসাবিজ্ঞানের শাখা
- অন্তঃক্ষরাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখাতে অন্তঃক্ষরা তন্ত্রের বিভিন্ন অনিয়ম ও রোগ নিয়ে আলোচনা করা হয়।
- রোগবিস্তার বিজ্ঞান – রোগের কারণ ও বিস্তার এবং এগুলিকে নিয়ন্ত্রণকারী কর্মসূচি নিয়ে চিকিৎসাবিজ্ঞানের যে শাখাতে অধ্যয়ন করা হয়।
- প্রাথমিক চিকিৎসা – পেশাদারী চিকিৎসা সেবা লভ্য হবার আগে প্রাথমিকভাবে হঠাৎ রোগে আক্রান্ত বা আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন বাঁচানো, অবস্থা গুরুতর হওয়া থামানো ও সেরে ওঠার জন্য সাহায্যমূলক কর্মকাণ্ড।
- পাকান্ত্রবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
- সাধারণ চিকিৎসাবিজ্ঞান বা পারিবারিক চিকিৎসাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বিশেষায়িত আলোচনা করা হয়।
- জরাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বৃদ্ধ ব্যক্তিদের সাধারণ স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।
- স্ত্রীরোগবিজ্ঞান – স্ত্রী প্রজননতন্ত্রের রোগনির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত শাখা।
- রক্তবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রক্ত ও সংবহন তন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
- যকৃৎবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় যকৃৎ, পিত্তথলি ও পিত্ত সংবহন তন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
- সংক্রামক রোগবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় সংক্রামক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে জটিল ও অনাক্রম্যতার ঘাটতিবিশিষ্ট রোগীদেরকে, অধ্যয়ন করা হয়
- প্রাপ্তবয়স্কদের চিকিৎসাবিজ্ঞান বা অন্তররোগ চিকিৎসাবিজ্ঞান – প্রাপ্তবয়স্কদের বিভিন্ন রোগ অধ্যয়নকারী চিকিৎসাবিজ্ঞানের শাখা
- স্নায়ু-চিকিৎসাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র অধ্যয়ন করা হয়।
- বৃক্কবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বৃক্ক (কিডনি) নিয়ে অধ্যয়ন করা হয়।
- ধাত্রীবিজ্ঞান বা প্রসূতিবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় প্রসূতি মায়ের গর্ভধারণের সময়ে ও প্রসব-পরবর্তী সময়ে সেবা নিয়ে অধ্যয়ন করা হয়
- কর্কটিবিজ্ঞান বা ক্যানসারবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় কর্কটরোগ বা ক্যান্সার রোগ নিয়ে অধ্যয়ন করা হয়।
- চক্ষুবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব চক্ষু অধ্যয়ন করা হয়।
- দৃকমিতি বা চশমাবিদ্যা – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব চক্ষুর অস্বাভাবিকতা বা ঘাটতি ঠিক করার জন্য যান্ত্রিক সমাধান অধ্যয়ন করা হয়
- অস্থিশল্যবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানুষের পেশী ও কঙ্কালতন্ত্রের বিভিন্ন অবস্থা নিয়ে অধ্যয়ন করা হয়।
- নাক-কান-গলা বিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানুষের নাক, কান ও গলা ও এগুলির বিভিন্ন রোগ অধ্যয়ন করা হয়।
- রোগবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রোগের কারণ ও উৎপত্তি অধ্যয়ন করা হয়।
- শিশুরোগবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শিশুদের স্বাস্থ্য অধ্যয়ন করা হয়।
- প্রতিরোধমূলক চিকিৎসাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রোগের চিকিৎসার পরিবর্তে রোগ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি অধ্যয়ন করা হয়
- মনোরোগবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানসিক রোগসমূহ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে অধ্যয়ন করা হয়।
- ফুসফুসবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শ্বসনতন্ত্র অধ্যয়ন করা হয়।
- রঞ্জনবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় চিকিৎসাবৈজ্ঞানিক চিত্রণ ব্যবহার করে রোগ নির্ণয় ও চিকিৎসা করা নিয়ে অধ্যয়ন করা হয়।
- ক্রীড়া চিকিৎসাবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শারীরিক সক্ষমতা এবং ক্রীড়া ও ব্যায়াম সংশ্লিষ্ট আঘাতের প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে অধ্যয়ন করা হয়।
- বাতরোগবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বাতরোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে অধ্যয়ন করা হয়।
- শল্যবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় অধ্যয়ন করা হয় কোনও রোগ বা আঘাত বিশ্লেষণ বা নিরাময় করার জন্য অস্ত্রোপচারের কলাকৌশল অধ্যয়ন করা হয়।
- মূত্রবিজ্ঞান – চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় স্ত্রী ও পুং মূত্রতন্ত্র ও পুংজননতন্ত্র অধ্যয়ন করা হয়
ইতিহাস
- চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস
- প্রাগৈতিহাসিক চিকিৎসাবিদ্যা
- হোমিও চিকিৎসা
- ঔষধি উদ্ভিদভিত্তিক চিকিৎসা
- সিদ্ধ চিকিৎসা
- আয়ুর্বেদ চিকিৎসা
- প্রাচীন মিশরীয় চিকিৎসাবিদ্যা
- ব্যাবিলনীয় চিকিৎসাবিদ্যা
- প্রাচীন ইরানীয় চিকিৎসাবিদ্যা
- ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা
- ইহুদী চিকিৎসাবিদ্যা
- গ্রিক-রোমান চিকিৎসাবিজ্ঞান
- মধ্যযুগীয় ইসলামী বিশ্বে চিকিৎসাবিদ্যা
- পশ্চিম ইউরোপের মধ্যযুগীয় চিকিৎসা
চিকিৎসা জীববিজ্ঞান
- চিকিৎসা জীববিজ্ঞান
চিকিৎসা জীববিজ্ঞানের ক্ষেত্রসমূহ
- শারীরস্থানবিজ্ঞান – জীবদেহের ভৌত গঠন নিয়ে আলোচনা। পরিবীক্ষণিক বা চাক্ষুষ গঠন নিয়ে আলোচনা, আণুবীক্ষণিক গঠনের আলোচনা কোষবিজ্ঞান ও কলাবিজ্ঞানের আওতাভুক্ত।
- শারীরস্থানবিজ্ঞানের বিষয়সমূহের তালিকা
- মানব কঙ্কালের অস্থিসমূহের তালিকা
- মানব জননতন্ত্রের সমাঙ্গসমূহের তালিকা
- মানব শারীরস্থানীয় বৈশিষ্ট্যসমূহের তালিকা
- ব্যক্তির নামে নামাঙ্কিত মানব শারীরস্থানীয় অংশসমূহের তালিকা
- মানব রক্তের উপাদানসমূহের তালিকা
- মানব উদ্বোধক রসসমূহের তালিকা
- মানব স্নায়ুসমূহের তালিকা
- মানবদেহের পেশীসমূহের তালিকা
- মানব মস্তিষ্কের অঞ্চলসমূহের তালিকা
- শারীরস্থানবিজ্ঞানের বিষয়সমূহের তালিকা
- প্রাণরসায়ন – জীবদেহের অভ্যন্তরে ঘটমান রাসায়নিক প্রক্রিয়াসমূহের অধ্যয়ন।
- জৈব তথ্যবিজ্ঞান
- জৈব প্রকৌশল
- জৈব পদার্থবিজ্ঞান
- জৈব পরিসংখ্যান – ব্যাপক অর্থে বিভিন্ন জীববৈজ্ঞানিক ক্ষেত্রে পরিসংখ্যান বিজ্ঞানের প্রয়োগ। চিকিৎসাবৈজ্ঞানিক গবেষণা ও রোগবিস্তার বিজ্ঞানের জন্য প্রয়োজনীয়।
- জৈব প্রযুক্তি
- ন্যানো-জৈবপ্রযুক্তি
- কোষ জীববিজ্ঞান – একক জীবকোষের আণুবীক্ষণিক অধ্যয়ন।
- ভ্রূণবিজ্ঞান – জীবসমূহের প্রাথমিক বিকাশের অধ্যয়ন
- বংশাণু চিকিৎসা
- বংশাণুবিজ্ঞান – বংশাণু এবং জৈবিক উত্তরাধিকারে তাদের ভূমিকা নিয়ে অধ্যয়ন।
- কোষীয় বংশাণুবিজ্ঞান
- কলাবিজ্ঞান – study of the structures of biological tissues by light microscopy, electron microscopy and immunohistochemistry.
- অনাক্রম্যবিজ্ঞান – study of the immune system, which includes the innate and adaptive immune system in humans, for example.
- পরীক্ষাগারভিত্তিক চিকিৎসা জীববিজ্ঞান
- অণুজীববিজ্ঞান – study of microorganisms, including protozoa, bacteria, fungi, and viruses.
- ভাইরাসবিজ্ঞান
- ব্যাকটেরিয়াবিজ্ঞান
- ছত্রাকবিজ্ঞান
- আণবিক জীববিজ্ঞান
- স্নায়ুবিজ্ঞান (outline) – includes those disciplines of science that are related to the study of the nervous system. A main focus of neuroscience is the biology and physiology of the human brain and spinal cord.
- পরজীবীবিজ্ঞান
- রোগবিজ্ঞান – study of disease, including the causes, course, progression and resolution thereof.
- শারীরবিজ্ঞান – study of the normal functioning of the body and the underlying regulatory mechanisms.
- তন্ত্রীয় জীববিজ্ঞান
- বিষক্রিয়াবিজ্ঞান – study of hazardous effects of drugs and poisons.
অসুস্থতা (রোগ ও বিকারসমূহ)
- কর্কটরোগের ধরনের তালিকা
- শৈশবকালীন রোগের তালিকা
- কীটপতঙ্গের কারণে সংঘটিত রোগের তালিকা
- ব্যক্তিনামে নামাঙ্কিত রোগের তালিকা
- কাল্পনিক রোগের তালিকা
- খাদ্যবাহিত অসুস্থতার তালিকা
- বংশগত বিকারের তালিকা
- মানবদেহে পরজীবীঘটিত রোগের তালিকা
- অপুষ্টিজনিত অসুস্থতার তালিকা
- সংক্রামক রোগের তালিকা
- ইনফ্লুয়েঞ্জা সদৃশ রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী সংক্রামক রোগের তালিকা
- মানবদেহে সুপ্ত ভাইরাসঘটিত সংক্রমণের তালিকা
- মানসিক রোগের তালিকা
- স্নায়বিক বিকারের তালিকা
- অবশ্যজ্ঞাপনীয় রোগের তালিকা
- মানবদেহের পরজীবীর তালিকা
- চর্মরোগের তালিকা
- চোখের রোগ প্রকাশকারী তন্ত্রীয় রোগের তালিকা
ঔষধ
- ঔষধ
- ঔষধের তালিকা
- অবেদনকারী ঔষধের তালিকা
- ভাইরাসরোধক ঔষধের তালিকা
- সর্বাধিক বিক্রীত ঔষধের তালিকা
- অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ ঔষধের তালিকা
- শ্বাস দ্বারা গৃহীত ঔষধের তালিকা
- মনোক্লোনাল অ্যান্টিবডির তালিকা
- চিত্তপ্রসারী ঔষধের তালিকা
- মানসিক রোগের ঔষধের তালিকা
- চিকিৎসাধীন মানসিক রোগ বা সমস্যা অনুযায়ী ঔষধের তালিকা
- প্রত্যাহারকৃত ঔষধের তালিকা
চিকিৎসা সরঞ্জাম
চিকিৎসা উপকরণ
চিকিৎসা কেন্দ্র
- রোগী পরিচর্যাকেন্দ্র বা ক্লিনিক
- সেবাসদন
- হাসপাতাল বা চিকিৎসালয়
চিকিৎসাবিজ্ঞান শিক্ষা
চিকিৎসাবিজ্ঞান শিক্ষা – চিকিৎসাবৃত্তিতে নিযুক্ত হবার জন্য প্রয়োজনীয় শিক্ষা; হয় চিকিৎসক হবার প্রাথমিক শিক্ষা, পরবর্তীতে অতিরিক্ত প্রশিক্ষণ এবং গবেষণা-বৃত্তি।
- চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান
- চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
- চিকিৎসক প্রশিক্ষণ
- আবাসিক চিকিৎসক প্রশিক্ষণ
- গবেষণা-বৃত্তি
চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষা
চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষা
- চিকিৎসাবৈজ্ঞানিক শব্দমূল, উপসর্গ ও প্রত্যয়ের তালিকা
চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপ ও আদ্যক্ষরাসমূহ
- স্বাস্থ্যসেবা ক্ষেত্রের আদ্যক্ষরাসমূহ
- চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপন: এক নজরে
- চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপন: লাতিন শব্দসংক্ষেপসমূহ
- রোগ ও বিকারের শব্দসংক্ষেপ তালিকা
- চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠন ও কর্মীদের শব্দসংক্ষেপ তালিকা
- চিকিৎসকের ব্যবস্থাপত্রে ব্যবহৃত শব্দসংক্ষেপের তালিকা
- স্বাস্থ্য তথ্যবিজ্ঞানে ব্যবহৃত শব্দসংক্ষেপের তালিকা
- দৃকমিতিক শব্দসংক্ষেপের তালিকা
চিকিৎসাবৈজ্ঞানিক শব্দকোষ
- বিকল্প চিকিৎসা শব্দকোষ
- শারীরস্থানিক পরিভাষা, সংজ্ঞা ও শব্দসংক্ষেপের শব্দকোষ
- রোগীভিত্তিক গবেষণা শব্দকোষ
- যোগাযোগমূলক বিকার শব্দকোষ
- মধুমেহ রোগের শব্দকোষ
- যোগাযোগমূলক বিকার সম্পর্কিত চিকিৎসাবৈজ্ঞাবিক পরিভাষাসমূহের শব্দকোষ
- চিকিৎসাবিজ্ঞান শব্দকোষ
- মানসিক চিকিৎসা শব্দকোষ
চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠন
- চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠনের তালিকা
- ঔষধ প্রস্তুতি ও ব্যবহারবিজ্ঞান সংগঠনের তালিকা
চিকিৎসাবিজ্ঞানের প্রভাবশালী ব্যক্তিত্বসমূহ
- চিকিৎসক তালিকা
বহিঃসংযোগ
- NLM (US National Library of Medicine, contains resources for patients and health care professionals)
- U.S. National Library of Medicine
- MedicineNet.com
- Science-Based Medicine – exploring issues and controversies in science and medicine.
- WebMD Health topics A-Z
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.