চিকিৎসাবিজ্ঞানের রূপরেখা

নিচের রূপরেখাটি চিকিৎসাবিজ্ঞানের একটি সার্বিক চিত্র ও বিষয়ভিত্তিক নির্দেশিকা হিসেবে প্রদান করা হল। চিকিৎসাবিজ্ঞান আরোগ্য, রোগ নিরাময় বা রোগমুক্তির বিজ্ঞান। রোগের চিকিৎসা ও প্রতিরোধ করে সুস্বাস্থ্য বজায় রাখার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যাবতীয় বিচিত্র পেশাদারী বা বৃত্তিমূলক কর্মকাণ্ড চিকিৎসাবিজ্ঞানের আওতায় পড়েছে।

আসক্লেপিওসের দণ্ড, প্রায়শই চিকিৎসাবিজ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়

লক্ষ্য

  • নিরাময় বা আরোগ্য
  • স্বাস্থ্য
  • শারীরসাম্য বা সুস্থিতি
  • চিকিৎসা নীতিশাস্ত্র
  • রোগ প্রতিরোধ
  • উপশম

চিকিৎসাবিজ্ঞানের শাখাসমূহ

  1. অবেদনবিজ্ঞান শল্যচিকিৎসাতে রোগীর অস্ত্রোপচারের আগে, চলাকালীন সময় ও পরে রোগীর ব্যথা লাঘব ও সম্পূর্ণ শুশ্রুষার সাথে সংশ্লিষ্ট চিকিৎসাবিজ্ঞানের শাখা
  2. হৃদবিজ্ঞান বা হৃদরোগবিজ্ঞান হৃৎপিণ্ড ও রক্তবাহসমূহের অনিয়ম বা রোগ সংক্রান্ত চিকিৎসাবিজ্ঞানের শাখা
  3. সঙ্কটকালীন সেবা চিকিৎসাবিজ্ঞান গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় সেবাজীবন রক্ষার উপর কেন্দ্রীভূত চিকিৎসাবিজ্ঞানের শাখা
  4. দন্তবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় দাঁতসহ মুখগহ্বরের রোগের চিকিৎসা নিয়ে গবেষণা করা হয়।
  5. চর্মবিজ্ঞান ত্বক বা চর্ম, চুল এবং নখের সাথে সংশ্লিষ্ট চিকিৎসাবিজ্ঞানের শাখা
  6. জরুরি চিকিৎসাবিজ্ঞান জরুরি বিভাগে প্রদেয় সেবার উপরে কেন্দ্রীভূত চিকিৎসাবিজ্ঞানের শাখা
  7. অন্তঃক্ষরাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখাতে অন্তঃক্ষরা তন্ত্রের বিভিন্ন অনিয়ম ও রোগ নিয়ে আলোচনা করা হয়।
  8. রোগবিস্তার বিজ্ঞান রোগের কারণ ও বিস্তার এবং এগুলিকে নিয়ন্ত্রণকারী কর্মসূচি নিয়ে চিকিৎসাবিজ্ঞানের যে শাখাতে অধ্যয়ন করা হয়।
  9. প্রাথমিক চিকিৎসা পেশাদারী চিকিৎসা সেবা লভ্য হবার আগে প্রাথমিকভাবে হঠাৎ রোগে আক্রান্ত বা আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন বাঁচানো, অবস্থা গুরুতর হওয়া থামানো ও সেরে ওঠার জন্য সাহায্যমূলক কর্মকাণ্ড।
  10. পাকান্ত্রবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
  11. সাধারণ চিকিৎসাবিজ্ঞান বা পারিবারিক চিকিৎসাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বিশেষায়িত আলোচনা করা হয়।
  12. জরাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বৃদ্ধ ব্যক্তিদের সাধারণ স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।
  13. স্ত্রীরোগবিজ্ঞান স্ত্রী প্রজননতন্ত্রের রোগনির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত শাখা।
  14. রক্তবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রক্তসংবহন তন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
  15. যকৃৎবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় যকৃৎ, পিত্তথলিপিত্ত সংবহন তন্ত্র নিয়ে অধ্যয়ন করা হয়।
  16. সংক্রামক রোগবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় সংক্রামক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে জটিল ও অনাক্রম্যতার ঘাটতিবিশিষ্ট রোগীদেরকে, অধ্যয়ন করা হয়
  17. প্রাপ্তবয়স্কদের চিকিৎসাবিজ্ঞান বা অন্তররোগ চিকিৎসাবিজ্ঞান প্রাপ্তবয়স্কদের বিভিন্ন রোগ অধ্যয়নকারী চিকিৎসাবিজ্ঞানের শাখা
  18. স্নায়ু-চিকিৎসাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব মস্তিষ্কস্নায়ুতন্ত্র অধ্যয়ন করা হয়।
  19. বৃক্কবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বৃক্ক (কিডনি) নিয়ে অধ্যয়ন করা হয়।
  20. ধাত্রীবিজ্ঞান বা প্রসূতিবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় প্রসূতি মায়ের গর্ভধারণের সময়ে ও প্রসব-পরবর্তী সময়ে সেবা নিয়ে অধ্যয়ন করা হয়
  21. কর্কটিবিজ্ঞান বা ক্যানসারবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় কর্কটরোগ বা ক্যান্সার রোগ নিয়ে অধ্যয়ন করা হয়।
  22. চক্ষুবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব চক্ষু অধ্যয়ন করা হয়।
  23. দৃকমিতি বা চশমাবিদ্যা চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানব চক্ষুর অস্বাভাবিকতা বা ঘাটতি ঠিক করার জন্য যান্ত্রিক সমাধান অধ্যয়ন করা হয়
  24. অস্থিশল্যবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানুষের পেশী ও কঙ্কালতন্ত্রের বিভিন্ন অবস্থা নিয়ে অধ্যয়ন করা হয়।
  25. নাক-কান-গলা বিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানুষের নাক, কান ও গলা ও এগুলির বিভিন্ন রোগ অধ্যয়ন করা হয়।
  26. রোগবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রোগের কারণ ও উৎপত্তি অধ্যয়ন করা হয়।
  27. শিশুরোগবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শিশুদের স্বাস্থ্য অধ্যয়ন করা হয়।
  28. প্রতিরোধমূলক চিকিৎসাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় রোগের চিকিৎসার পরিবর্তে রোগ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি অধ্যয়ন করা হয়
  29. মনোরোগবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় মানসিক রোগসমূহ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে অধ্যয়ন করা হয়।
  30. ফুসফুসবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শ্বসনতন্ত্র অধ্যয়ন করা হয়।
  31. রঞ্জনবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় চিকিৎসাবৈজ্ঞানিক চিত্রণ ব্যবহার করে রোগ নির্ণয় ও চিকিৎসা করা নিয়ে অধ্যয়ন করা হয়।
  32. ক্রীড়া চিকিৎসাবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় শারীরিক সক্ষমতা এবং ক্রীড়া ও ব্যায়াম সংশ্লিষ্ট আঘাতের প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে অধ্যয়ন করা হয়।
  33. বাতরোগবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় বাতরোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে অধ্যয়ন করা হয়।
  34. শল্যবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় অধ্যয়ন করা হয় কোনও রোগ বা আঘাত বিশ্লেষণ বা নিরাময় করার জন্য অস্ত্রোপচারের কলাকৌশল অধ্যয়ন করা হয়।
  35. মূত্রবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় স্ত্রী ও পুং মূত্রতন্ত্র ও পুংজননতন্ত্র অধ্যয়ন করা হয়

ইতিহাস

  • চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস
  • প্রাগৈতিহাসিক চিকিৎসাবিদ্যা
  • হোমিও চিকিৎসা
  • ঔষধি উদ্ভিদভিত্তিক চিকিৎসা
  • সিদ্ধ চিকিৎসা
    • আয়ুর্বেদ চিকিৎসা
  • প্রাচীন মিশরীয় চিকিৎসাবিদ্যা
  • ব্যাবিলনীয় চিকিৎসাবিদ্যা
  • প্রাচীন ইরানীয় চিকিৎসাবিদ্যা
  • ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা
  • ইহুদী চিকিৎসাবিদ্যা
  • গ্রিক-রোমান চিকিৎসাবিজ্ঞান
  • মধ্যযুগীয় ইসলামী বিশ্বে চিকিৎসাবিদ্যা
  • পশ্চিম ইউরোপের মধ্যযুগীয় চিকিৎসা

চিকিৎসা জীববিজ্ঞান

  • চিকিৎসা জীববিজ্ঞান

চিকিৎসা জীববিজ্ঞানের ক্ষেত্রসমূহ

  • শারীরস্থানবিজ্ঞান জীবদেহের ভৌত গঠন নিয়ে আলোচনা। পরিবীক্ষণিক বা চাক্ষুষ গঠন নিয়ে আলোচনা, আণুবীক্ষণিক গঠনের আলোচনা কোষবিজ্ঞান ও কলাবিজ্ঞানের আওতাভুক্ত।
    • শারীরস্থানবিজ্ঞানের বিষয়সমূহের তালিকা
      • মানব কঙ্কালের অস্থিসমূহের তালিকা
      • মানব জননতন্ত্রের সমাঙ্গসমূহের তালিকা
      • মানব শারীরস্থানীয় বৈশিষ্ট্যসমূহের তালিকা
      • ব্যক্তির নামে নামাঙ্কিত মানব শারীরস্থানীয় অংশসমূহের তালিকা
      • মানব রক্তের উপাদানসমূহের তালিকা
      • মানব উদ্বোধক রসসমূহের তালিকা
      • মানব স্নায়ুসমূহের তালিকা
      • মানবদেহের পেশীসমূহের তালিকা
      • মানব মস্তিষ্কের অঞ্চলসমূহের তালিকা
  • প্রাণরসায়ন জীবদেহের অভ্যন্তরে ঘটমান রাসায়নিক প্রক্রিয়াসমূহের অধ্যয়ন।
  • জৈব তথ্যবিজ্ঞান
  • জৈব প্রকৌশল
  • জৈব পদার্থবিজ্ঞান
  • জৈব পরিসংখ্যান ব্যাপক অর্থে বিভিন্ন জীববৈজ্ঞানিক ক্ষেত্রে পরিসংখ্যান বিজ্ঞানের প্রয়োগ। চিকিৎসাবৈজ্ঞানিক গবেষণা ও রোগবিস্তার বিজ্ঞানের জন্য প্রয়োজনীয়।
  • জৈব প্রযুক্তি
    • ন্যানো-জৈবপ্রযুক্তি
  • কোষ জীববিজ্ঞান একক জীবকোষের আণুবীক্ষণিক অধ্যয়ন।
  • ভ্রূণবিজ্ঞান জীবসমূহের প্রাথমিক বিকাশের অধ্যয়ন
  • বংশাণু চিকিৎসা
  • বংশাণুবিজ্ঞান বংশাণু এবং জৈবিক উত্তরাধিকারে তাদের ভূমিকা নিয়ে অধ্যয়ন।
    • কোষীয় বংশাণুবিজ্ঞান
  • কলাবিজ্ঞান study of the structures of biological tissues by light microscopy, electron microscopy and immunohistochemistry.
  • অনাক্রম্যবিজ্ঞান study of the immune system, which includes the innate and adaptive immune system in humans, for example.
  • পরীক্ষাগারভিত্তিক চিকিৎসা জীববিজ্ঞান
  • অণুজীববিজ্ঞান study of microorganisms, including protozoa, bacteria, fungi, and viruses.
  • আণবিক জীববিজ্ঞান
  • স্নায়ুবিজ্ঞান   (outline) includes those disciplines of science that are related to the study of the nervous system. A main focus of neuroscience is the biology and physiology of the human brain and spinal cord.
  • পরজীবীবিজ্ঞান
  • রোগবিজ্ঞান study of disease, including the causes, course, progression and resolution thereof.
  • শারীরবিজ্ঞান study of the normal functioning of the body and the underlying regulatory mechanisms.
  • তন্ত্রীয় জীববিজ্ঞান
  • বিষক্রিয়াবিজ্ঞান study of hazardous effects of drugs and poisons.

অসুস্থতা (রোগ ও বিকারসমূহ)

  • কর্কটরোগের ধরনের তালিকা
  • শৈশবকালীন রোগের তালিকা
  • কীটপতঙ্গের কারণে সংঘটিত রোগের তালিকা
  • ব্যক্তিনামে নামাঙ্কিত রোগের তালিকা
  • কাল্পনিক রোগের তালিকা
  • খাদ্যবাহিত অসুস্থতার তালিকা
  • বংশগত বিকারের তালিকা
  • মানবদেহে পরজীবীঘটিত রোগের তালিকা
  • অপুষ্টিজনিত অসুস্থতার তালিকা
  • সংক্রামক রোগের তালিকা
    • ইনফ্লুয়েঞ্জা সদৃশ রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী সংক্রামক রোগের তালিকা
  • মানবদেহে সুপ্ত ভাইরাসঘটিত সংক্রমণের তালিকা
  • মানসিক রোগের তালিকা
  • স্নায়বিক বিকারের তালিকা
  • অবশ্যজ্ঞাপনীয় রোগের তালিকা
  • মানবদেহের পরজীবীর তালিকা
  • চর্মরোগের তালিকা
  • চোখের রোগ প্রকাশকারী তন্ত্রীয় রোগের তালিকা

চিকিৎসকবৃত্তি

চিকিৎসকবৃত্তি

ঔষধ

  • ঔষধ
  • ঔষধের তালিকা
  • অবেদনকারী ঔষধের তালিকা
  • ভাইরাসরোধক ঔষধের তালিকা
  • সর্বাধিক বিক্রীত ঔষধের তালিকা
  • অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ ঔষধের তালিকা
  • শ্বাস দ্বারা গৃহীত ঔষধের তালিকা
  • মনোক্লোনাল অ্যান্টিবডির তালিকা
  • চিত্তপ্রসারী ঔষধের তালিকা
  • মানসিক রোগের ঔষধের তালিকা
    • চিকিৎসাধীন মানসিক রোগ বা সমস্যা অনুযায়ী ঔষধের তালিকা
  • প্রত্যাহারকৃত ঔষধের তালিকা

চিকিৎসা সরঞ্জাম

চিকিৎসা উপকরণ

চিকিৎসা কেন্দ্র

চিকিৎসাবিজ্ঞান শিক্ষা

চিকিৎসাবিজ্ঞান শিক্ষা চিকিৎসাবৃত্তিতে নিযুক্ত হবার জন্য প্রয়োজনীয় শিক্ষা; হয় চিকিৎসক হবার প্রাথমিক শিক্ষা, পরবর্তীতে অতিরিক্ত প্রশিক্ষণ এবং গবেষণা-বৃত্তি।

  • চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান
    • চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
  • চিকিৎসক প্রশিক্ষণ
  • আবাসিক চিকিৎসক প্রশিক্ষণ
  • গবেষণা-বৃত্তি

চিকিৎসাবৈজ্ঞানিক গবেষণা

চিকিৎসাবৈজ্ঞানিক গবেষণা

চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষা

চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষা

  • চিকিৎসাবৈজ্ঞানিক শব্দমূল, উপসর্গ ও প্রত্যয়ের তালিকা

চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপ ও আদ্যক্ষরাসমূহ

  • স্বাস্থ্যসেবা ক্ষেত্রের আদ্যক্ষরাসমূহ
  • চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপন: এক নজরে
  • চিকিৎসাবৈজ্ঞানিক শব্দসংক্ষেপন: লাতিন শব্দসংক্ষেপসমূহ
  • রোগ ও বিকারের শব্দসংক্ষেপ তালিকা
  • চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠন ও কর্মীদের শব্দসংক্ষেপ তালিকা
  • চিকিৎসকের ব্যবস্থাপত্রে ব্যবহৃত শব্দসংক্ষেপের তালিকা
  • স্বাস্থ্য তথ্যবিজ্ঞানে ব্যবহৃত শব্দসংক্ষেপের তালিকা
  • দৃকমিতিক শব্দসংক্ষেপের তালিকা

চিকিৎসাবৈজ্ঞানিক শব্দকোষ

  • বিকল্প চিকিৎসা শব্দকোষ
  • শারীরস্থানিক পরিভাষা, সংজ্ঞা ও শব্দসংক্ষেপের শব্দকোষ
  • রোগীভিত্তিক গবেষণা শব্দকোষ
  • যোগাযোগমূলক বিকার শব্দকোষ
  • মধুমেহ রোগের শব্দকোষ
  • যোগাযোগমূলক বিকার সম্পর্কিত চিকিৎসাবৈজ্ঞাবিক পরিভাষাসমূহের শব্দকোষ
  • চিকিৎসাবিজ্ঞান শব্দকোষ
  • মানসিক চিকিৎসা শব্দকোষ

চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠন

  • চিকিৎসাবৈজ্ঞানিক সংগঠনের তালিকা
    • ঔষধ প্রস্তুতি ও ব্যবহারবিজ্ঞান সংগঠনের তালিকা

চিকিৎসাবিজ্ঞানের প্রভাবশালী ব্যক্তিত্বসমূহ

  • চিকিৎসক তালিকা

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.