চিকনাগুল ইউনিয়ন

চিকনাগুল ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

চিকনাগুল
ইউনিয়ন
৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদ।
চিকনাগুল
চিকনাগুল
বাংলাদেশে চিকনাগুল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৭′১৭.৪৪১৭১″ উত্তর ৯২°১′৯.৯৫৪৪১″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাজৈন্তাপুর উপজেলা 
প্রতিষ্ঠা২০০০
সরকার
  চেয়ারম্যানমোঃ আমিনুর রশিদ
আয়তন
  মোট৩,৬৩৬ হেক্টর (৮,৯৮৫ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
  মোট২১,২৬২
  জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৫৩ ২৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

পূর্বে গোলাপগঞ্জ, পশ্চিমে ফতেহপুর ইউনিয়ন, উত্তরে ফতেহপুর ইউনিয়ন, জৈন্তাপুর, দক্ষিণে সিলেট সদর

আয়তন ও জনসংখ্যা

আয়তন : ৩২.১৯ কিলোমিটার। জনসংখ্যা : মোট ২৩,৫৫০ জন।

শিক্ষা

শিক্ষার হার : ৬৫%।

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: সরকারী ৩টি, বেসরকারী ৮টি, কমিউনিটি ০৪ টি
  • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : সরকারী নাই, বেসরকারী ০২টি।
  • কলেজের সংখ্যা : সরকরী নাই, বেসকারী ০১টি।
  • মাদ্রাসার সংখ্যা : আলিয়া নাই, কওমী ০৮টি, অন্যান্য নাই।
  • ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা : মসজিদ ২৫ টি, মন্দির ০৪ টি, অন্যান্য ০১টি

দর্শনীয় স্থান

১. খান চা বাগান

২. অক্সি ব্রিজ

৩. দুলভ বিল

৪. হাবিব নগর চা বাগান

৫. খান বাংলো

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ কামরুজ্জামান চৌধুরী

তথ্যসূত্র

  1. "এক নজরে চিকনাগুল ইউনিয়ন পরিচিতি"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০
  2. "জৈন্তাপুর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.