চিওড়া ইউনিয়ন
চিওড়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।
চিওড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() চিওড়া ![]() ![]() চিওড়া | |
স্থানাঙ্ক: ২৩°৯′ উত্তর ৯১°১৯′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২৪.৬৪ বর্গকিমি (৯.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩২,৫৬৩ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২.৮৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৫২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
চিওড়া ইউনিয়নের আয়তন ২৪.৬৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
চিওড়া ইউনিয়নের জনসংখ্যা ৩২,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,২৯২ জন এবং মহিলা ১৭,২৭১ জন।
অবস্থান ও সীমানা
চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাংশে চিওড়া ইউনিয়নের অবস্থান। কুমিল্লা জেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাতিসা ইউনিয়ন ও কনকাপৈত ইউনিয়ন, উত্তর-পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন, পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন, দক্ষিণে জগন্নাথদীঘি ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
চিওড়া ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এটি ৪২টি গ্রাম রয়েছে। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
শিক্ষা ব্যবস্থা
চিওড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৮৭%। এখানে ১টি সরকারি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- চিওড়া সরকারি ডিগ্রী কলেজ
- মাদ্রাসা
- চিওড়া আজগরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা
- জিনিদকরা কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- ধোড়করা কাদেরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
- ফুলগ্রাম মহিলা দাখিল মাদ্রাসা।
- মাধ্যমিক বিদ্যালয়
- চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়
- কেজি আহম্মদ বালিকা উচ্চ বিিদ্যালয়
- সাচকি সৈয়দ বাড়ি উচ্চ বিদ্যালয়
- ধোড়করা উচ্চ বিদ্যালয়
- সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়
কওমী মাদ্রাসা
- হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা
- চিওড়া মারকাযুল উলুম মাদরাসা
- চরপাড়া ফয়জুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা
- খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা
- চরপাড়া হাফিজুর রহমান হাফিজিয়া মাদ্রাসা
- হস্তিমৃতা দারুল উলুম ইসলামী মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ঘোষতল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিওড়া সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়
- চিওড়া সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়
- নেতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধোড়করা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাপিরতলা আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নগরশরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
চিওড়া ইউনিয়নের উপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যাওয়ায় এ ইউনিয়নে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে যাতায়াত করা যায়।
খাল ও নদী
- ডাকতিয়া নদী
চিওড়া খাল
হাট-বাজার
- আমজাদের বাজার
- চিওড়া কাজির বাজার
- ধোড়করা বাজার
- পাতড্ডা বাজার
- সাঙ্গিস্বর বাজার
- চিওড়া রাস্তার মাথা
দর্শনীয় স্থান
- চিলপাড়া ব্রিজ
- ডাকাতিয়া নদী
- ভিটা ওয়ার্ল্ড থ্রিডি পার্ক ও মিনি চিড়িয়াখানা
- চিওড়া কাজি বাড়ি।
- একতালিয়া ঈদগাহ ময়দান ও বাঁশঝার
- নোয়াপুর সপ্তশহীদ পাঠাগার
- কাবাব এক্সপ্রেস
- চরপাড়া উত্তর পাড়া
- সর্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির
- গুনিশকরা ইমদাদুল হক মিলন এর বাড়ি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- কাজী জাফর আহমেদ,বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
- লতিফুর রহমান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান
- কাজী জহিরুল কাইয়ুম
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আবু তাহের
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ