চালুক্য সাম্রাজ্য
চালুক্য সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটি প্রাচীন সাম্রাজ্য ছিল। এই সম্রাজ্য ষষ্ঠ শতক থেকে বার শতক পর্যন্ত শাসন করেছে। চালুকয় রাজপরিবার একই সাথে দক্ষিণ ভারতের একে অপরের সাথে জড়িত অথচ ভিন্ন ভিন্ন তিনটি সম্রাজ্য শাসন করেছে। চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশি। এই সম্রাজ্যের উন্থানের ফলে নবম শতকে ভারতের স্থাপত্যকলা ব্যাপক উন্নতি সাধন হয় যাকে বর্তমানে চালুক্য স্থাপত্য শৈলী বলা হয়ে থাকে। এছাড়াও প্রশাসনিক দক্ষতা ও বৈদেশিক বাণিজ্যের প্রসারেও এই সম্রাজ্য যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল। ১১ শতকে এসে চালুক্য সম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় তেলুগু সাহিত্য প্রচার ও প্রসার লাভ করে।
চালুক্য রাজবংশ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
৫৪৩–৭৫৩ | |||||||||||
বাদামী চালুক্য সাম্রাজ্যের প্রসার, ৬৩৬-৭৪০ খ্রিস্টাব্দ | |||||||||||
অবস্থা | সাম্রাজ্য (৫৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত কদম্ব রাজবংশের অধীনস্থ সামন্ত রাজ্য) | ||||||||||
রাজধানী | বাদামী | ||||||||||
প্রচলিত ভাষা | কন্নড় সংস্কৃত | ||||||||||
ধর্ম | হিন্দুধর্ম বৌদ্ধধর্ম[1] জৈনধর্ম | ||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||
মহারাজা | |||||||||||
• ৫৪৩–৫৬৬ | প্রথম পুলকেশী | ||||||||||
• ৭৪৬–৭৫৩ | দ্বিতীয় কীর্তিবর্মণ | ||||||||||
ইতিহাস | |||||||||||
• প্রাচীনতম নথি | ৫৪৩ | ||||||||||
• প্রতিষ্ঠা | ৫৪৩ | ||||||||||
• বিলুপ্ত | ৭৫৩ | ||||||||||
| |||||||||||
বর্তমানে যার অংশ | ভারত |
তথ্যসূত্র
- ষষ্ঠ বিক্রমাদিত্যের একটি লিপি (১০৯৫ খ্রিস্টাব্দ) থেকে বুদ্ধ ও আর্য-তারাদেবীর উদ্দেশ্যে দান করা একটি বিহারের উল্লেখ পাওয়া যায়। (Cousens 1926, p11)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.