চালিভাঙ্গা ইউনিয়ন

চালিভাঙ্গা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার একটি ইউনিয়ন

চালিভাঙ্গা
ইউনিয়ন
২নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ
চালিভাঙ্গা
চালিভাঙ্গা
বাংলাদেশে চালিভাঙ্গা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫৩″ উত্তর ৯০°৩৯′৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামেঘনা উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ লতিফ সরকার
জনসংখ্যা
  মোট১১,০৫৮
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

জনসংখ্যা

চালিভাঙ্গা ইউনিয়নের জনসংখ্যা ১১,০৫৮ জন।

ইতিহাস

চন্দনপুর ইউনিয়ন থেকে আলাদা করে ৭টি গ্রাম নিয়ে চালিভাঙ্গা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

অবস্থান ও সীমানা

মেঘনা উপজেলার সর্ব-পশ্চিমে চালিভাঙ্গা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মেঘনা নদী, বড়কান্দা ইউনিয়নচন্দনপুর ইউনিয়ন; উত্তর-পূর্বে মেঘনা নদীনারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন; উত্তরে মেঘনা নদীনারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নসোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদীনারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নপিরোজপুর ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চালিভাঙ্গা ইউনিয়ন মেঘনা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বড়ইয়াকান্দি
  • মৈশারচর
  • রামপ্রসাদেরচর
  • ফরাজিকান্দি
  • নলচর
  • চালিভাঙ্গা
  • টিটিরচর

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ লতিফ সরকার

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.