চালসা
চালসা পশ্চিম নেপালের সেতী অঞ্চলের অছাম জেলার একটি গ্রাম উন্নয়ন সমিতি। ১৯৯১ সালের নেপালের জনশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল ১,৭২১ জন এবং খানার সংখ্যা ছিল ২৮৯টি।[1] ২০০১ সালের শুমারি অনুসারে জনসংখ্যা ছিল ২১৪২ জন এবং সাক্ষরতার হার ছিল ২৬%।[1]
চালসা चालसा | |
---|---|
গ্রাম উন্নয়ন সমিতি | |
চালসা | |
স্থানাঙ্ক: ২৯.০৬° উত্তর ৮১.৩৯° পূর্ব | |
দেশ | নেপাল |
অঞ্চল | সেতী অঞ্চল |
জেলা | অছাম জেলা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,৭২১ |
• ধর্মবিশ্বাস | হিন্দু |
সময় অঞ্চল | নেপাল সময় (ইউটিসি+৫:৪৫) |
তথ্যসূত্র
- "নেপালের জনশুমারি ২০০১"। নেপালের গ্রাম উন্নয়ন সমিতি। ডিজিটাল হিমালয়। ৬ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.