চার্চগেট
চার্চগেট হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের দক্ষিণাংশে অবস্থিত একটি উপনগর এলাকা।[2] আঠারো শতক থেকে উনিশ শতকে মাঝ পর্যন্ত মুম্বাই প্রাচীরে ঘেরা শহর ছিল। তখন মুম্বাইতে তিনটি ফটক ছিল চার্চগেট তারই একটি, যেটি সেন্ট টমাস ক্যাথিড্রালের নামানুসারে নামাঙ্কিত করা হহয়। ফটকটি বর্তমান শহরের ফ্লোরা ফাউন্টেনের কাছে অবস্থিত ছিল।
চার্চগেট चर्चगेट চার্চিগেট | |
---|---|
উপনগর | |
চার্চগেট | |
স্থানাঙ্ক: ১৮.৯৩° উত্তর ৭২.৮২° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
মহানগরী | মুম্বাই |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠি |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
পিন | ৪০০০২০ [1] |
এলাকা কোড | ০২২ |
যানবাহন নিবন্ধন | এম এইচ ০১ |
নাগরিক মাধ্যম | এমসিজিএম (বৃমুমপা) |
চার্চগেট উপনগর এলাকায় মুম্বাই উপনগরীয় রেলের অন্তিম স্টেশন চার্চগেট স্টেশন অবস্থিত, যেটি মুম্বাই উপনগরীয় রেলের স্টেশনগুলির প্রধানতম স্টেশন। পশ্চিম রেলের সদরদপ্তরও এই এলাকাতেই, চার্চগেট স্টেশনের পার্শে অবস্থিত।
উল্লেখ্য ময়দান
- ওয়াংখেড়ে স্টেডিয়াম
বিশ্ববিখ্যাত ক্রিকেট মাঠ
- ব্রেবর্ন স্টেডিয়াম
- মাহিন্দ্রা স্টেডিয়াম
হকি খেলার ময়দান।
উল্লেখ্য শিক্ষাপ্রতিষ্ঠান
- এইচ.আর. কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস
- জমনলাল বাজাজ পরিচালন শিক্ষা প্রতিষ্ঠান (JBIMS)
- Government Law College, Mumbai
- K.C College
- জয় হিন্দ মহাবিদ্যালয়
- Siddharth College
- Sydenham College
তথ্যসূত্র
- "ডাক কোড : চার্চগেট, মুম্বাই"। pincode.org.in। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬।
- http://www.mumbaionline.in/city-guide/churchgate-mumbai
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.