চারুহাসান

এস. চারু হাসান (জন্ম 5 জানুয়ারী 1931) হলেন একজন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং অবসরপ্রাপ্ত আইনজীবী যিনি তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালম এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার [1] এবং কন্নড় চলচ্চিত্র তাবরানা কাথে (1987) এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। চারুহাসান প্রবীণ অভিনেতা কমল হাসানের বড় ভাই এবং ভারতীয় অভিনেএী সুহাসিনীর বাবা।

চারু হাসান
জন্ম৫ জানুয়ারি ১৯৩১
মর্ধ্য প্রদেশ ভারত
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক
দাম্পত্য সঙ্গীকমালাম
সন্তাননন্দিনি
সুহাসিনী
সুবাসিনি
পিতা-মাতাশ্রীনিবাস (পিতা) রাজলক্ষী (মাতা)

তথ্যসূএ

  1. Subha J Rao, "Entertainment for a cause", The Hindu, 30 August 2004
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.