চারঘাট উপজেলা

চারঘাট বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা

চারঘাট
উপজেলা
চারঘাট
চারঘাট
বাংলাদেশে চারঘাট উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৬′৫৯″ উত্তর ৮৮°৪৬′২৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
সরকার
  সংসদ সদস্যশাহরিয়ার আলম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট১৬৪.৫২ বর্গকিমি (৬৩.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৮৩,৯২১
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬২৭০
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৮১ ২৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

এই উপজেলার উত্তরে পবা উপজেলাপুঠিয়া উপজেলা ও দক্ষিণে বাঘা উপজেলা, পূর্বে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলাবাঘা উপজেলা, পশ্চিমে পবা উপজেলাভারতর পশ্চিমবঙ্গ। এর পাশে দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে।

প্রশাসনিক এলাকা

চারঘাট উপজেলা মোট ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। যথা-

জনসংখ্যার উপাত্ত

চারঘাট উপজেলায় প্রায় ১,৮৩,৯২১ জন লোক বাস করে।

শিক্ষা

চারঘাট উপজেলায় শিক্ষিত হার অনেক বেশি। এখানে প্রায় ৬৪% লোক শিক্ষিত।

অর্থনীতি

এখানকার বেশিরভাগ লোকই চাষাবাদ এবং কৃষিনির্ভর ব্যবসার সাথে জড়িত। তবে কিছু কিছু এলাকার লোক ব্যাবসায়ী জেলে ও তাঁতী । উল্লেখযোগ্য বাণিজ্য হচ্ছে আম ব্যবসা। এখানে সরকারী ভাবে নন্দাখামার এলাকায় গোপালপুর চিনিকলের জন্য কাঁচামাল হিসেবে আখ চাষ করা হয়। এছাড়া অনেকে বিভিন্ন চাকরি করেন। বর্তমানে চারঘাট উপজেলার কৃষকরা প্রায় বারো মাস বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন। এখানকার মানুষেরা আখ চাষাবাদের পাশাপাশি বেশিরভাগ ধান চাষাবাদ করে থাকেন। চারঘাট উপজেলা পান এর খড়ের জন্য বেশি বিখ্যাত। কারণ এই উপজেলায় সর্ব প্রথম পানের খড়ের উৎপাদন শুরু হয়।

দর্শনীয় স্থান

  • ঝিকরা গ্রামের হাজার বছরের প্রাচীন তেঁতুল বৃক্ষ
  • পদ্মা নদী
  • বড়াল নদী
  • রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক ও পিকনিক স্পট
  • টাইমপাস পার্ক
  • বাংলাদেশ পুলিশ একাডেমী
  • চারঘাট বয়স্ক বিনোদন কেন্দ্র
  • মিয়াপুর হাফেজিয়া রহমানিয়া মাদ্রাসা
  • চারঘাট উপজেলা মডেল মসজিদ
  • শহীদ শিবলী স্বরনী
  • বাংলাদেশ গ্রাম থিয়েটার ,পদ্মা বড়াল থিয়েটার
  • বালু মহল

উল্লেখযোগ্য ব্যক্তি

তথ্যূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "চারঘাট উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.