চামুন্ডা কালীমন্দির, মন্তেশ্বর
চামুন্ডা কালীমন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বর নামক স্থানে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির।
বিবরণ
মন্তেশ্বরের চামুন্ডা কালীবিগ্রহ বিবসনা, ত্রিনয়না ও শ্যামবর্ণা। দেবীমূর্তির ডানহাতে ডমরু, শূল, অসি ও পানপাত্র এবং বামহাতে ত্রিশূল দিয়ে চণ্ড ও মুন্ডকে বধ করছেন। দেবীবিগ্রহের গলায় নরমুণ্ডমালা বর্তমান।[1]:১০৬
তথ্যসূত্র
- তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.