চাপিতলা ইউনিয়ন

চাপিতলা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

চাপিতলা
ইউনিয়ন
৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ
চাপিতলা
চাপিতলা
বাংলাদেশে চাপিতলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪১′২৭″ উত্তর ৯০°৫৯′১৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামুরাদনগর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪২

জনসংখ্যা

আদমশুমারী ২০১১ প্রতিবেদন অনুযায়ী ২৩,১০০ জন

ইতিহাস

চাপিতলা ইউনিয়নর পরিষদের চাপিতলা গ্রামটির নামকরণপুর্বেকার রাজা বাদশার ঐতিহ্যতার উপর ভিত্তি করে নামকরণ হইয়াছে । জানা যায় বিগত ৬০০ হিজরী সনে তথাকার জমানায়খুব নামিদামী এক রাজা এই চাপিতলা গ্রামের অধিবাসী ছিলেন কিন্ত হঠাৎকরে তারএই প্রাসাদ রংমহল পরিবার সহ নিয়ে বসবাসকৃতসস্থানেই মাটিতে ডুবে বিলিন হয়ে যায়।

অবস্থান ও সীমানা

মুরাদনগর উপজেলার পূর্বাংশে চাপিতলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাঙ্গরা পূর্ব ইউনিয়নবাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নযাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে টনকী ইউনিয়ন এবং পূর্বে পূর্বধইর পশ্চিম ইউনিয়ন অবস্থিত।

চাপিতলা ইউনিয়নের গ্রাম সমূহ

  1. শ্রীরামপুর- ১নং ওয়ার্ড
  2. পুষ্করিনীরপাড়- ২,৩নং ওয়ার্ড
  3. উলুমুড়িয়া-খাপুরা ৪নং ওয়ার্ড
  4. চাপিতলা- ৫,৬,৭,৮,৯নং ওয়ার্ড

প্রশাসনিক কাঠামো

চাপিতলা ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান

১) মাদ্রাসা-ই মারকাজুল উলূম সুন্নীয়া চিশতীয়া। চাপিতলা,মুরাদনগর, কুমিল্লা। ০১৮৩০১৫৯৪০৮ ২) ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ। ৩)চাপিতলা আইডিয়াল স্কুল ৪)চাপিতলা দক্ষিণ সরকারি প্রাইমারি স্কুল ৫)চাপিতলা উত্তর সরকারি প্রাইমারি স্কুল ৬)খাপুড়া সরকারি প্রাইমারি স্কুল ৭)উলুমুড়ীয়া প্রাইমারি স্কুল ৮)উলুমু্ড়ীয়া পূর্ব পাড়া বায়তুল নূর জামে মসজিদ ৯) পুস্করিনীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০) চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে চাপিতলা ইউনিয়নে যোগাযোগের মাধ্যম হল সিএনজি/রিক্সা/ বাস। উপজেলা সদর থেকে চাপিতলা ইউনিয়নের দূরত্ব প্রায়-১৫.০০ কি.মি.
কুমিল্লা জেলা শহর থেকে দূরত্ব প্রায় ৪০ কি.মি.। যোগাযোগের মাধ্যম বাস/ সি এন জি ।

খাল ও নদী

চাপিতলা ঐতিহ্যবাহী নিমাই জুরী, নদী
খাপুরা খাল
কাটা খাল, চাপিতলা
নাঙ্গীল্লা খাল, চাপিতলা
নৈয়া খাল, পুষ্করিনীর পাড় , শ্রীরামপুর
সিম্বি খাল, চাপিতলা
আরসি খাল, পুষ্করিনীর পাড়
উলুমুডিয়া খাল

হাট-বাজার

চাপিতলা গ্রাম্য সকাল বেলার বাজার
চাপিতলা নিরু মারকেট
চাপিতলা রনু মার্কেট> খাপুরা স্টেশন মার্কেট
পুষ্করিনীর পাড় সাবেরটাক বাজার
পুষ্করিনীরপাড় হারুন স্টেশন মারকেট
উলুমুড়িয়া চান মিয়া মার্কেট>উলুমুড়িয়া নাসির মার্কেট>উলুমুড়িয়া ফেরদৌস মার্কেট

দর্শনীয় স্থান

১)চাপিতলা ইউনিয়ন পরিষদ, চাপিতলা বাজার,ভান্ডারী মার্কেট,চেয়ারম্যান বাড়ী, ২)উলুমুড়িয়া স্বপ্নসিঁড়ি যুব সংগঠন ৩)উলুমুড়িয়া বিসমিল্লাহ গরুর খামার ৪)উলুমুড়িয়া চানমিয়া সুপার মার্কেট ৫)পুস্করিনীরপাড় বায়তুন নূর জামে মসজিদ ৬)পুস্করিনীরপাড় উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ।

উল্লেখযোগ্য ব্যক্তি

  1. ব্যারেষ্টার মো: রফিকুল ইসলাম মিয়া (সাবেক গণপূর্তমন্ত্রী) শ্রীরামপুর, চাপিতলা ইউনিয়ন, মুরাদনগর, কুমিল্লা।
  2. আলহাজ্ব আবুল হাসেম সাহেব, একুশে প্রদক প্রাপ্ত ও সাবেক এমপি চাপিতলা, মুরাদনগর, কুমিল্লা

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    1. চাপিতলা ইউনিয়ন
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.