চাদ জাতীয় ফুটবল দল

চাদ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Chad national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চাদের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম চাদের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চাদীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬১ সালের ২৫শে ডিসেম্বর তারিখে, চাদ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কোত দিভোয়ারের আবিজানে অনুষ্ঠিত চাদ এবং নাইজারের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

চাদ
ডাকনামলে সাও
অ্যাসোসিয়েশনচাদীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচআমান আদুম তুনিয়া
অধিনায়কএজেকিয়েল এন'দুয়াসেল
সর্বাধিক ম্যাচএজেকিয়েল এন'দুয়াসেল (৩৯)
শীর্ষ গোলদাতাএজেকিয়েল এন'দুয়াসেল (৯)
মাঠওমনিস্পোর্টস ইদ্রিস মহমত উয়া স্টেডিয়াম
ফিফা কোডCHA
ওয়েবসাইটftfa.td
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৮১ ১ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ৯৭ (এপ্রিল ২০১৬)
সর্বনিম্ন১৯০ (জুন–সেপ্টেম্বর ১৯৯৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৬১ ৪ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১১১ (ডিসেম্বর ১৯৭৭)
সর্বনিম্ন১৫৯ (নভেম্বর ২০১১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 চাদ ২–২ নাইজার 
(আবিজান, কোত দিভোয়ার; ২৫ ডিসেম্বর ১৯৬১)
বৃহত্তম জয়
 চাদ ৫–০ সাঁউ তুমি ও প্রিন্সিপি 
(গ্যাবন; ২৯ জুন ১৯৭৬)
বৃহত্তম পরাজয়
 ফরাসি অপেশাদার ১৪–০ চাদ 
(আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১)

২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ওমনিস্পোর্টস ইদ্রিস মহমত উয়া স্টেডিয়ামে লে সাও নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চাদের রাজধানী এনজামেনায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আমান আদুম তুনিয়া এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভায়াংকারার আক্রমণভাগের খেলোয়াড় এজেকিয়েল এন'দুয়াসেল

চাদ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও চাদ এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

এজেকিয়েল এন'দুয়াসেল, লেগের দিমরাঙ্গার, ফ্রান্সিস উমর বেলঙ্গার, মহমত হিসেইন এবং মহমত লাবোর মতো খেলোয়াড়গণ চাদের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে চাদ তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯৭তম) অর্জন করে এবং ১৯৯৭ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে চাদের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১১১তম (যা তারা ১৯৭৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৯  মরিশাস৯৪০.৪৭
১৮০  মলদোভা৯৩২.৭৯
১৮১  চাদ৯৩১.৯৮
১৮২  মাকাও৯২২.১
১৮৩  সাঁউ তুমি ও প্রিন্সিপি৯১৭.৬২
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৯  ভারত১১৯৭
১৬০ ২৫  লেসোথো১১৯৩
১৬১  চাদ১১৮৯
১৬২  সেন্ট কিট্‌স ও নেভিস১১৮৭
১৬৩  গায়ানা১১৮১

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪
১৯৯৮
২০০২উত্তীর্ণ হয়নি
২০০৬
২০১০১১
২০১৪
২০১৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১৬১৫২৩

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.