চাতরা জেলা

চাতরা জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি জেলা৷ ১৪ই জ্যৈষ্ঠ ১৩৯৮ বঙ্গাব্দে(২৯শে মে ১৯৯১ খ্রিষ্টাব্দে) পুর্বতন হাজারিবাগ জেলা খন্ডিত করে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর চাতরা শহরে অবস্থিত এবং চাতরা মহকুমাসিমারিয়া মহকুমা নিয়ে গঠিত৷

চাতরা জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে চাতরার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরচাতরা
তহশিল১২
সরকার
  বিধানসভা আসন
আয়তন
  মোট৩,৭১৮ বর্গকিমি (১,৪৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১০,৪২,৮৮৬
  জনঘনত্ব২৮০/বর্গকিমি (৭৩০/বর্গমাইল)
  পৌর এলাকা৫.৩১
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬০.১৮ শতাংশ
  লিঙ্গানুপাত৯৫৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

চাতরা নামকরণের মুল উৎস জানা না গেলেও স্থানীয়দের মতে রামগড়ের রাজারা বহিঃশত্রু আক্রমণ আটকাতে চাতরাতে একটি দুর্গ নির্মাণ করেন যা কোনো বিশেষ কারণে চাতরা দুর্গ নাম হয়৷ চাতরা নামটি এই দুর্গের স্থানীয় নাম থেকে এসেছে৷[1]

অবস্থান

জেলাটির উত্তরে ও উত্তর পূর্বে(ঈশান) বিহার রাজ্যের গয়া জেলাজেলাটির পূর্বে ও দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) বিহার রাজ্যের লাতেহার জেলা[2]

জেলাটির আয়তন ৩৭১৮ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৪.৬৬%৷

ভাষা

চাতরা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী চাতরা জেলার ভাষাসমূহ[3]

  হিন্দী (৫১.৮২%)
  খোরঠা (৩৯.৭১%)
  উর্দু (৫.৪৭%)
  কুরুখ/ওরাওঁ (১.৭২%)
  অন্যান্য (১.২৮%)

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৭৯১৪৩৪(২০০১ জনগণনা) ও ১০৪২৮৮৬(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১৫তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৩.১৬% লোক চাতরা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৮১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৩১.৭৭% , যা ১৯৯১-২০১১ সালের ২৯.৫১% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৭৷[4]

পর্যটন ও দর্শনীয় স্থান

চাতরা জেলার একটি মন্দির

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৪৩.২৪%(২০০১) তথা ৬০.১৮%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৫.৬৪%(২০০১) তথা ৬৯.৯২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩০.২৪%(২০০১) তথা ৪৯.৯২% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৭৩%৷[4]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.