চাকিরপশার ইউনিয়ন
৪ নং চাকিরপশার ইউনিয়ন পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[1]
চাকিরপশার ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৪নং চাকিরপশার ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | রাজারহাট উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩০.৫৫ বর্গকিমি (১১.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,১৪০ |
• জনঘনত্ব | ৮২০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নামকরণ
এই এলাকাএকটি বিল আছে যার নাম চাকিরপশার বিল। এলাকায় একটি বিলও ছিল। এই বিলটিতে বাহির থেকে অনেক মৎস শিকারী এসে মৎস শিকার করেন। গ্রামের লোকেরা এসে এই বিলটিতে মাছ ধরে ।এই বিলটিএলাকারএকটিঐতিহ্যবাহী বিল। আর এই বিলের নাম থেকে চাকিরপশার ইউনিয়নের নাম করণ করা হয়।[2]
ওয়ার্ড সমূহ ও জনসংখ্যা
- ১নং চাকিরপশার তালুক, মোট জনসংখ্যা= ২৫৫০ জন
- ২ নং চাকিরপশার পাঠক পশ্চিম, মোট জনসংখ্যা=১৩৩০জন
- ৩নং চাকিরপশার পাঠক পূর্ব, মোট জনসংখ্যা=২৫২২জন
- ৪ নং রতিরাম কমলওঝাঁ, মোট জনসংখ্যা=২৯২০জন
- ৫ নং তালুক আষাঢ়ু/অর্জূণমিশ্র, মোট জনসংখ্যা=২০২০জন
- ৬নং খুলিয়াতারী/পীরমামুদ, মোট জনসংখ্যা=২২২৫জন
- ৭নং তালুক সাকোয়া/তালুক নাককাটি/চকনাককাটি, মোট জনসংখ্যা=২০৩৩জন
- ৮নং সোনাবর/ছুটু/বাজেমুজরই, মোট জনসংখ্যা=২২৪৬জন
- ৯নং তালুক কানুয়া/জয়দেব হায়াৎ, মোট জনসংখ্যা=২৭২০জন।[3]
বিভিন্ন প্রতিষ্ঠান
তহশিল অফিস- ১ টি
কমিউনিটি ক্লিনিক- ৬টি
ডাকঘর- ২টি
ব্যাংক- ২ টি
বহুমূখী সমবায় সমিতি- ৮টি। বে-সরকারি সংস্থা- ১৫ টি। [3]
ইউনিয়নের জমির পরিমান
মোট জমি ৭৫৫৯ একর
- আঝারি জমির পরিমান : ৬০%
- উঁচু জমির পরিমান : ৭০%
- খাস জমির পরিমান : ২.৭৯ একর
- পতিত জমি = ১৭৭৬ একর।[3]
হাটবাজার
- নাককাটি হাট
- আমতলী বাজার
- মীলেরপাড় বাজার
- দীনোবাজার।[3]
- ভুদরুর বাজার
- ফুঁলখার চাকলা বাজার
দর্শনীয় স্থান
- ঠাটমারী বধ্যভূমি
- পাঠক কালী মন্দির
- চাকিরপশার বিল
- আমতলি সর্ব্বজনীন দূর্গামন্দির
বিশিষ্ট ব্যাক্তি
- ভবানী পাঠক বৃটিশ বিদ্রোহী
তথ্যসূত্র
- "রাজারহাট উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- "চাকিরপশার ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- "চাকিরপশার ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.